E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিরোজ খান’র কবিতা

২০১৮ ডিসেম্বর ২৭ ১৫:০৭:৪০
ফিরোজ খান’র কবিতা







 

সুখী হবে তুমি জীবনে

দুটি হাত তুলে করি দোয়া মহান মাওলার কাছে
আমরা মা-বাবা দুজনে তোমার জন্য সবসময়
মহান আল্লাহ তাআলা করবেন কবুল এই দোয়া
তুমি যেনো হতে পারো আলেম মাওলানা ভূবনে।
--
সৃষ্টি হ‍য়ে হেসে যখন এলে তুমি ধরনীর বুকে
তখনই আমরা সকলেই করেছি দোয়া হাত তুলে
ডাক্তার,ইনজিনিয়ার,পাইলট হতে করিনি দোয়া
তুমি হবে হাফেজ,মাওলানা ও খতিব দুনিয়ায়।
--
যখন যেতাম মসজিদে বাব ছেলে পড়তে জুম্মা
তখনই তোমাকে বলতাম বাবা দেখো তাকিয়ে
খতিব বলছেন যেভাবে কথা সুখের জীবন নিয়ে
মাওলানা হয়ে বলবে কথা কোআরান সম্পর্কে।
--
বাবা মা,এর স্বপ্ন পূরণ করবে এই আশা মোদের
তুমি যেনো বলতে পারো পরজীবনের সুুুখ ভেবে
থাকব আমি পিছনে বসে শুনতে কোরানের কথা
হাদিস কোরআনের কথা শুনে মন হবে নরম।
--
মুসল্লিরা শুনবে তোমার কথা মসজিদে ধ‍্যানে
কোরানের কথা শুনে ভাববে সবাই মরণকে নিয়ে
জীবন হবে স্বার্থক দূর হবে তখন মনের ভয়ভীতি
পারবে কি বাবা করতে পূরণ মোদের স্বপ্ন টুকু?
--
ধন-দৌদত,টাকা-পয়সা কিছুই চাইনা জীবনেতে
তুমি যেনো হ‌তে পারো মাওলানা নবীকে মেনে
ছড়িয়ে দিবে কোরানের আলো তোমার সূরে তে
গাছ-গাছালি,পশু-পাখিও যেন তোমার কথাশুনে
--
মাবুুদ যেনো রাখেন বাঁচিয়ে দেখতে তোমার রূপ
দোয়া করব সবসময় সকলে মাওলার দরবারেে
তুমি হবে ইনশাআল্লাহ মাওলানা মাওলার হুকুমে
দুটিহাত তুলে ফরিয়াদ করি সুখী দু"পারেতে।

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test