E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিরোজ খান’র দুটি কবিতা 

২০১৮ ডিসেম্বর ২৭ ২৩:৩৫:৫২
ফিরোজ খান’র দুটি কবিতা 







 

কৃষকের সন্তান

জন্ম আমার বাংলাদেশের লাল সবুজের বুকে
আমার পরিচয় বাংলার কৃষকের সন্তান আমি
মাঠে-ঘাটে ছুটে বেড়াই দুষ্টুমি করে মাঠেই কাটাই
খেলাধুলায় মন ভরে যেতো দূর সবুজের ঘাসে।
--
সকাল বিকাল মাঠে যেতে হাতে নিয়ে কাঁচি
মন ভরে যেতো ফসল যখনই ছেঁয়ে যেতো মাঠে
অনেক সুখের স্বর্গ ছিলো গ্ৰামের কুড়ে ঘরে
হাজার রকম গাছ গাছালি ছিলো গ্ৰাম জুড়ে।
--
গর্ব করি আজও আমি জন্মেছি কৃষকের ঘরে
সুখের ছোঁয়া খুঁজে পেতাম মায়ের আচল ঘিরে
সকাল হলে ছুটে যেতো কৃষক কাঁধে নিয়ে লাঙ্গল
মনের সুখে চাষ করিতেন ফসল তুলতেন ঘরে।
--
হারিয়ে গেছে সুখের দিনগুলো ভাবি আজ বসে
সুন্দর শ‍্যামল সবুজের দেশ দেখিনি কোনো খানে
জন্ম আমার স্বার্থক মা জন্মনিয়ে তোমার কোলে
মাঠ ভরা ফসল দেখে জুড়িয়ে যেতো সবার প্রাণ।

চেনা-অচেনা

নিজেকে নিজেই যেনো চিনতে পারিনি
সময়ের স্রোতের টানে আমি হারিয়ে গিয়েছে
তবুও কাছের মানুষগুলো চেনা হলোনা
চিনতে চিনতেই সবাই আজ হলো অচেনা।
--
সুখের সময়ে আমিপেলাম যাদেরকে কাছে
সুখ পাখি হারাতেই তারা হাড়িয়ে গেলো
কেনো জীবন এমন হয় বুঝতে পারিনি
জীবনের জন্য তবুও কিছু থেমে থাকেনা।
--
কিছু কিছু সময় তবুও সহজে ভোলা যায়না
কিভাবে কি করবো কোনো কিছু ভেবে পাইনা
খুব কাছে যে জন ছিলো পাইনা এখন তাদের
কেনো আপন খুব সহজেই হয়ে যায় অচেনা।
--
চোখের পানি ঝড়ে আজ অঝড় ঝর্ণাধারায়
পারিনা বলতে কিছু কাউকে জীবনের সে কথা
ধীরে ধীরে হয়তো আমি হয়ে যাবো নিস্তেজ
সুখ পাখি ধরা দিয়েও তবুও দিলোনা ধরা।

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test