E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিরোজ খান’র দুটি কবিতা

২০১৮ ডিসেম্বর ৩১ ১৪:৫১:৪০
ফিরোজ খান’র দুটি কবিতা







 

আমি কবি নই, আমি হতে চাই দেশের 'রবি'

অন্ধকার পথে করবোনা ভয় যেতে সেই পথে
যাবোনা পিছিয়ে হারাবোনা সাহস পথ চলতে,
যাবো বাঁধা পেরিয়ে হবে যেতে আলোর দিগন্তে
বাঁধা বিপত্তি দেখে চোখ ফিরিয়ে নেবনা সহজে।
--
যাবো বাঁধা পেরিয়ে হাতে হাত রেখে একসাথে
পথ যদি না থাকে তৈরি করবো চলার নতুন পথ
কখনও থেমে যাবোনা চলতে পথ মাঝ পথে
সঠিক ঠিকানা সঠিক লক্ষ্য রেখে যাবো গন্তব্যে।
--
বাড়িয়ে দিবো দুটি পা সামনে গতি দিবো বাড়িয়ে
সামনে পথ যদি না দেখি থাকবোনা কভূ নিরবে
ভয় পেলে কখনও জীবনে বড় জয় আসবেনা
নব চেতনায় বিশ্বাস রেখে ছুটবো দিগন্তের পথে
--
জানবো সবকিছু এটাই তো জানার সঠিক সময়
উজ্জ্বল আলোকিত ভবিষ্যৎ কামনা সকলের
ভোরের সূর্যের সাথেই দেখবো সকলে দীপশিখা
অতীতের সবকিছু রেখে স্বরণ করব দেশের চিত্র
মরণকে বরণ করে দেশের রূপ করব পরিবর্তন।
--
বর্তমানের নই কবি আমি ভবিষ্যত‍কে নিয়ে ভাবি
বাংলার সন্তান দেশের জন্য হ‌ই আলোকিত রবি
হতে যাইনা কখনও লেখক তবুও লিখব আমি
চলবে কলম সত‍্যের পথে দূর করতে অন্ধকার
দেখবো দুচোখে রূপ সবুজের বাংলাদেশ।

জীবন মানে যন্ত্রণা নাকি সুখের নঙ্গর?


জীবন মানে কি তা ভুলে গিয়েছি অনেক আগে
জীবনের হিসাব মেলেনা কোন যোগ-বিয়োগে;
জীবন যাত্রার ধ্বনি শুনতে পাই শেষ সময়ে
পৃথিবীর রুপ-রস-গন্ধ ভালো লাগেনা ভূবনে।
--
বাবার হাত ধরে চলা আর মায়ের আচলে থাকা
এসব কিছু যুগের মন্দ হাওয়ায় হারিয়ে গিয়েছে
যৌবনের উন্মত্বতায় আর উচশৃঙ্খলতার স্রোতে
জীবন হয়নি গড়া আজও কোন সফলতা নিয়ে।
--
শৈশব কৈশর পেরিয়ে যৌবনে পা ফেলেছি যখন
তবুও পূরন হয়নি গড়া জীবনের সুখের এই ভূবন আমি তবুও পড়ে আছি মিথ্যা জঞ্জালের জালে
এই সমাজ বিষাক্ত হয়ে আছে মাদকের ভানে।
--
সবকিছু হারিয়ে সব ভালোবাসা ভূলে গিয়ে ছুটছি সকলেই টাকার পিছে ঘোর অন্ধকারে
জীবন সরে গেছে জীবন থেকে দুরে বহু দুরেতে
নিজেকে চিনতে যেনো খুবই কষ্ট হয় অকারণে।

এখনও চিনিনি ঐ মহান স্রষ্টাকে সঠিকভাবে
তাইতো সহজে মানতে পারিনা তার নিয়মকে আমরা সবাই হবো ওয়াদাকৃত মাবুদের কাছে
পৃথিবির সব মাখলুকেরা যেনো সুখী হয় ভূবনে।

জীবন ঢেকে আছে দুঃখের এক আস্ত চাদরেতে
মন ঢুবে আছে কষ্টের এক গহীন অরন‍্যের তলে
পেট ভরে গেছে গ্লানির লোনা জলে লাঞ্জনাতে
জীবন যেনো সত্য-সুখের আলোয় গিয়ে থামে।

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test