E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিরোজ খান’র কবিতা

২০১৯ জানুয়ারি ০৩ ১৫:২০:১৩
ফিরোজ খান’র কবিতা







 

নিয়মনীতি

এই জগতময় বড়ই কঠিন
চলতে ফিরতে থাকে কষ্ট
জীবন বাঁচাতে হয় বেসামাল
সঠিকভাবে হয়না মূল‍্যায়ন।
--
কেউবা চলে টাকার জোরে
কেউবা মরে রাস্তায় পরে
এই দুনিয়ার নিয়মকানুন
বুজতে হলে যাবে জীবন।
--
সরল-সোজা কিছু মানুষ
পায়না কভূ সঠিক নিয়ম
থাকে তারা খুবই কষ্টে
জীবন যায়যে নষ্টে নষ্টে।
--
আমি পাইনি সঠিক মূল্য
পাইনি খুঁজে সঠিক রাস্তা
কেনো জীবন এমনই হয়
কেউ বলেনা তারই কারণ।
--
অবুঝ ছিলাম ভালো ছিলাম
বুঝতে পারিনি কঠিন নিয়ম
মানুষ কেনো এম‌নই হয়
একই সৃষ্টি মালিক একজন।
--
সুখের মানুষ চায় আরো সুখ
খুজতে চায়না দুখের কারণ
কেমন নিয়ম এমনই হয়
সঠিক নিয়ম কেনো হারায়।
--
মহান আল্লাহর নিয়ম মানব
আমরা সবাই মেনে চলব
তবেই জীবন হবে সুখের
মাওলা হলেন সঠিক নিয়ম।
--
একই ঘরে বসবাস সবার
একই খাবার খেয়ে থাকি
একই রক্তে মিশে আছি
তবুও হয় নিয়ম বেঠিক।

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test