E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

তুহিন আলী’র কবিতা

২০১৯ জানুয়ারি ০৫ ১৭:৩০:১৩
তুহিন আলী’র কবিতা







 

রক্তজল

সে আমার কাছে বিক্রি করলো না সেই দামী জল,
যে জলে রংধনু আছে,আছে কৃষ্ণচূড়া ফুলের মিহি পাপরির দল-
সে বিক্রি করলো না ওই দামী জল।

এবং তারপর-
আমি ভিক্ষুকের মতোই ভিক্ষা চেয়েছিলাম।
এক ফুটা জল দিক তাহলে আমাকে-
বেচাকেনার দরে না হোক,ভিক্ষার ছলে।
ওই এক ফোটা জলেই ভরে যাক আমার প্রেমের থলে।
তবুও দেয় নি।
না করেছে বিক্রি,না দিয়েছে ভিক্ষা।

আমি এখন উন্মাদ ও জল ছুয়ে দেখার নেশায়।
ভিক্ষাবৃত্তি থেকেও নিচুতে নামতে চেয়েছিলাম।
যেমন করে পোশাক খুলে যায় শরীর থেকে-
তেমনি সমস্ত সম্মান মর্যাদা ক্ষয়ে গেছে আমার।
শুধু এক ফোটা জলের আহার-
মিটলো না তৃষ্ণা।

অতঃপর ভাবলাম-
অনেক দিন পর তো আমি নিজেই বিক্রি করবো জল-
ওতো দামী হবে না হয়তো,
নাম দিবো রক্তজল;লোকে কিনবে আর দিবে সালাম।
সেই রক্তলাল যখন আগুন লোহা পুড়িয়ে বোঝায় লালের কান্না,
চোখ ঝলসে যায়-
কয়লা অনুরোধ করে আর না,
সেই লালের মতো রক্তজল আমি বিক্রি করবো।

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test