E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ফিরোজ খান’র কবিতা

২০১৯ জানুয়ারি ০৫ ১৮:২৮:১৩
ফিরোজ খান’র কবিতা







 

ওরা ছিলো পাঁচটি ফুটন্ত ফুল

একটি গাছে একই রূপে ফুটেছে পাঁচটি ফুল
গরীবের ঘরে জন্ম তাদের ছিল সুখ ভরপুর
শিক্ষা দীক্ষায় সবাই ছিলো এগিয়ে অনেক দূরে
একই ভাবে গড়ে উঠেছে শতভাগ কষ্টের মাঝে।
--
শান্তিপূর্ণ পরিবেশে বাঁচতে শিখেছে সমাজে কষ্টে
পিতামাতার আর্দশ নিয়ে গঠন করেছিল জীবন
একই রূপে রূপান্তরিত হলো পাঁচটি ফুটন্ত ফুল
শতকষ্টে শত অভাবে ঝড়ে যাইনি সমাজে।
--
পারেনি কেউ গড়তে জীবন তাদের আর্দশ মেনে
মা বাবার দোয়া নিয়ে শিক্ষা অর্জনে ছিল অটুট
পাঁচটি ফুল ছড়িয়ে দিলো সুভাষ পৃথিবীতে
শিক্ষার আলোয় আলোকিত করেছে জগতে।
--
সুখে-শান্তিতে এই জগতে ছিলো মিলেমিশে
এতোটা সুখ সইলোনা তাদের বাস্তব পৃথিবীতে
ফুলের সুভাষ দিয়েও তারা করেছে অনেক ভূল
অবশেষে দুখের সাগরে রইলো তারা ভেসে।

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test