E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিরোজ খান’র কবিতা

২০১৯ ফেব্রুয়ারি ২৫ ২৩:১৫:৪৭
ফিরোজ খান’র কবিতা







 

দুঃখ আমার বসতবাড়ি

দুঃখ আমার বসতবাড়ি
দুঃখ আমার ঘর,
সুখের দেখা না পেতেই
মা হইলো পর।
-
আমি বড় অসহায়
এই জগতের মাঝে,
হাসিখুশি থাকি সদা
চোখের জ্বলে সাজে।
-
মায়ের কথা ভেবে যাই
প্রতি ক্ষণে ক্ষণে,
কোথায় তুমি দয়াল মাওলা
দেখা দাও এই মনে।
-
এতিম তোমার বান্দা আমি
আজ খুবই অসহায়,
মায়ের মুখের হাসির ছবি
দেখিনা কোথায়।
-
একবার তুমি আমার মাকে
দেখতে দিবে কি?
অনেক কষ্ট করেছেন
আমার মা জননী।
-
এই দুনিয়ায় সুখের আশায়
দুঃখ নিয়ে হলেন বিদায়,
বড়ই তোমার লীলা খেলা
কষ্টই আজ জীবন সাজায়।
-
আমার কষ্ট আমার দুঃখ
বুঝতে কেউ চায়না,
বুঝতেন আমার মা জননী
তার দেখা আজ পাইনা।
-
জীবন আমার দুখের মাঝে
যাচ্ছে চলে বেশ,
এভাবেই হবে আমার
জীবন নামের শেষ।
-
এই জগতে এই ভুবনে
মা'ই ছিলেন প্রিয়,
মা নেই তাইতো আজ
জীবন হলো অপ্রিয়।
-
আমি মাওলা ডাকি তোমায়
দেখো একটু ফিরে,
হাজার কষ্ট আমাকে দিয়ে
সুখ দিয়ে রেখো মাকে ঘিরে।

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test