E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিরোজ খান’র কবিতা

২০১৯ মার্চ ০৪ ১৫:২০:২৫
ফিরোজ খান’র কবিতা







 

তুমি শ্রেষ্ঠ, তুমিই মহান

হে আল্লাহ!হে মাওলা!হে রব!তুমি যে সব!
হে আশা,হে ভরসা,হে দুখের সাথী আমরা পাপী
তুমি জাগ্রত থাকো বিনিদ্র রজনী দেখো দিবারাতি
সদা জাগ্রত থাকো শিরা উপশিরায় হয়ে পুলকিত।

তুমি যে প্রিয় বন্ধু মোদের সঙ্গী হও ধরণীর বুকেতে
চির সত্য তোমার প্রেম তুমি সাথী থাকো সকলের
তুমি বিস্তৃত সদা হাস্যে থাকো উজ্জ্বল চাঁদের মতো
তোমার জয় ধ্বনি থাকে চির দৃপ্ত তুমিই চির সত্য।

তুমি লাবণ্যময়ী দুর্বার তুমিই দেও বাতি অন্ধকারে
তোমার সীমাহীন উত্তাল জাগরণে আমরা হই শান্ত
বিনিদ্র প্রহরীর মতোই অগণীত স্বপ্নে আসো তুমি
উত্তাল মোহনায় তবুও যে আমরা সুখ পাখি খুজি।

প্রান্তিক সুখের কম্পিত শিহরণে সূর বাজে তরঙ্গে
ফোটে ফুল,মধু থাকে সেই ফুলে খেলো সবই তুমি
তোমার বুকে থাকি সদা তুমি কভূ হওনা নিষ্ঠুর
ডেকে কাছে নেও তুমি;তুমিই মোদের জগত স্বামী।

সুন্দর তুমি অবতরি তোমার ধেঁয়ে চলে দূর বহুদূর
তুমি যুগল বন্ধীর অনাচারী হয়ে থাকো সন্ধিক্ষণে
উত্তাল সাগরে তরঙ্গে বসে তবুও গাহি গান তোমার
তুমি প্রেমময় এ ধরায় তুমিই শ্রেষ্ঠ, হও তুমি মহান।

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test