Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

ফয়সাল হাবিব সানি’র তিনটি কবিতা

২০১৯ মে ২৬ ১৬:৩০:৩২
ফয়সাল হাবিব সানি’র তিনটি কবিতা 

আকাশ ভেঙে বৃষ্টি নামুক

আকাশ ভেঙে বৃষ্টি নামুক
প্রেম লিখব তোমার নামে
ভালোবেসে জানিনা কে কতোটা
বেদনা কিনেছি দামে!

সেই বৃষ্টিতে ভিজুক নরম কানন
আজ কাঁদুক সকল বন
ভালোবেসে জানিনা কে কতোদূরে
কার কতোটা ফেলে এসেছি মন!

কে কতোটা কার হয়েছিলো
দুজনার কেউ জানেনি তা
কার শরীরে কতোটা জ্বর
ভেতর প্রদেশে এক অবাক করা ঘা!

কেউ পারেনি বলতে অামায়-
বুকগঙ্গায় ছলকায় হঠাৎ কীসের এমন ব্যথা!
এই পৃথিবীর তামাম মানুষ কেবল স্বপ্ন দেখায়
আসলে এই পৃথিবীর কেউ-ই রাখে না কথা।

তবু আরেকবার অাকাশ ভেঙে বৃষ্টি নামুক
সেই বৃষ্টি চোখের জল হয়ে যাক কারও
দিনশেষে শুধুই গ্লানি বাড়বে জানি
কাউকে সত্যি সত্যিই মনে পড়বে আরও!

তোমার জন্য

তোমার জন্য এই বরষা দুপুর
বৃষ্টি গেছে রোদ কুড়াতে; রোদ বলেছে- শুনছো প্রেমিক! ভিজবে তুমি আর না
তোমার জন্য মেঘের পায়ে এই মেঘলা দুপুর
বুকে করে অঝোর ধারার ভীষণ রকম কান্না!

তোমার জন্য বসে একলা কোথাও
চোখে নিয়ে মিহিন জলের মতো তোমার অপেক্ষারই তেষ্টা
তোমার জন্য নয়নাভিরাম এই মেঘলা আকাশ
বৃষ্টিগুলো কুড়িয়ে সব এক করারই চেষ্টা।

তোমার জন্য দেখো পাপড়ি মেলা ফুলগুলো সব
মিলনে মিলবার অভিপ্রায়ে পাগলের মতো কী যে শখে মত্ত!
তুমি আসবে বলেই তো এতো আয়োজন আমার
আজ তোমার কাছে আমার এই হৃদয় ফুঁড়ে প্রেম নেমেছে সত্য।

জানি, তোমার জন্য ফুল হয়ে ভালোবাসারা ফোটে
আকাশ কেনো জানি তবু মৃত্যুর নামেই বাঁচে!
মাতাল ঢেউ হয়ে তুমি হৃদয়ে ফের বয়ে যাও...
না হয় আরেকবারও পোড়াও তোমার ঊষ্ণ ঠোঁটের আঁচে।

তোমার নাম দিলেম জল

হৃদয়ের নাম দিলেম অথৈ নদী
তোমার নাম দিলেম প্রবাহিণী জল
যে উত্তাল স্রোতের মতো এসে ছেড়ে চলে গেছে জেনেছি
তাকেই কেনো এভাবে মনে পড়ে অবিরল!

তোমার সাথে সময় পেরুনো দুপুরের নাম দিলেম সূর্য
বিকেলের নাম দিলেম কাছে আসা
সন্ধ্যার নাম যদি রেখে দিই সুষমা মধুক্ষণ
প্রস্থানের নামই হোক তবে ভালোবাসা।

বিরহের নাম দিলেম হিম নীল সাগর
বেদনার নাম যদি দিই আসবে
জন্মের নামই যদি রেখে দিই তুমি
তাতে কি অন্তত একবার ভালোবাসবে?

দুঃখের নাম যদি দিই কবি
আমার নাম দিলেম তবে প্রেম
তোমার বুকে যে অনন্ত উদ্যান দেখেছি
আমার সকল পুষ্প আজ সেখানেই ছড়ালেম...

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test