E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

কৃষ্ণ চূড়ার শুভেচ্ছা

২০১৯ অক্টোবর ২১ ১৭:০৭:৫৮
কৃষ্ণ চূড়ার শুভেচ্ছা 

দীপক চন্দ্র পাল

জীবনের রাঙ্গানো পথে, পথে ,সুভাষ ছড়ায় বাতাসে-
কোন পবনে গানে, গানে
তোমার, পরশ ছড়ায় প্রানে প্রানে।

মোর হৃয়ঙ্গনে এসো, এসো হাসি উল্লাসে।
পবনে, গগনে ধায়, পাখনা মেলে পাখি,
তোমার হাসি মুক্তা ছড়ায়-
আমি, অবাক চেয়ে দেখি।

তুমি এলে, বৈশাখেরি পরশে
তুমি ছিলে, মাটির প্রদীপ সম আলোতে,
শান্ত আলোয় আধাঁর রাতে
শক্তি-সাহশ যোগাতে।

কখন,কবে,কি কথা হল,
কি হাসি হাসিলে প্রকাশে
নয়নে তোমার সুরে আভা
পদ্ম চাপা দোলাতে।
ভুলিব কেমনে তোমারে আজ রয়েছো হৃদয় জুড়ে-
গেলে চলে মোদের ফেলে অনেক দূরে বহু দূরে।

পাঠকের মতামত:

০২ জুন ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test