E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

সালাম সুন্দরবন! ব্যাডার ব্যাডা!

২০১৯ নভেম্বর ১১ ১৭:১৯:১৫
সালাম সুন্দরবন! ব্যাডার ব্যাডা! 

সাকিব জামাল

গাঙের দ্যাশে, খালের দ্যাশে, সাগরের কুলে,
ভালো পাইয়া, খোদায় মোগো পাডাইছে-
ঝড়, বাইন্না হেয়া নতুন নয়, সংগ্রামের লগে থাহি বাইচ্চা,
তয় ঝড় আইলে, বাইন্না আইলে, মনডা থরথর কইরা কাঁইপ্যা ওডে-
মোডে একখান ঘর হেয়াও যদি যায় পইড়া, আমরা গাছ, নাইরকোল, গুয়াগাছগুলা যদি ভাইঙ্গা যায়!
মাছ ধরনের টলার লইয়া যদি ফিরগা আইতে না পারি, গরু দুইডাও যদি ভাইসা যায়!
খ্যাতের ধান পান যদি নষ্ট হইয়া যায়!
বউ,মাইয়া, পোলা, মা-বাপ লইয়া ক্যামনে বাঁচমু?
মাথা গ্যালে- হেই চেন্তায় চেন্তায়!!!
ঝড়, বইন্নায়- টাউনের মানুগো সুখ: হেরা খিচুরি খাইবে! ঝাল মুড়ি খাইবে!
খ্যাতা মুড়ি দিয়া ঘুমাইবে!
মোগো দেহোনের আর আছে কেডা?
সবাই আছে নিজের লইয়া- তয়, দরদী দুইজন আছে মোগো-
এক উপরে খোদা আর নিচে সুন্দরবন: ব্যাডার ব্যাডা!
সিডর, আইলা কতোগুলা ঝড়ের লগে মনু, তুমি যুদ্ধ করলা মোগো ভালো পাইয়া,
সালাম তোমারে! সালাম সুন্দরবন! সালাম ব্যাডার ব্যাডা!
ও মোর খোদা, তোমার কাছে ফরিয়াদ করি-
"সুন্দরবন: ব্যাডার ব্যাডা! ওরে বাচাইয়া রাইখো।
টাউনের মানুগুলার মনে একটু দয়া মায়া দিও-
হেরা য্যানো মোগো মতন সুন্দরবনরে ভালো পায়!"

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test