E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

কোয়ান্টাম ভালোবাসা

২০২০ মার্চ ২৩ ১৩:৫৬:০১
কোয়ান্টাম ভালোবাসা 

কাজী রহমান

এই আছে এই নেই আর ক্রমাগত সরে যাওয়া
এর মাঝেই যে তির্যক সঙ্কট কোণ,
সেখানটায় বাস করেও
ভালোবাসা হয়, হয় ঘর বাঁধা,
ব্যাপ্তির নাম হয় সময়,
এই যে ভেসে থাকা, এই বোধ, এটাই জীবন।

এখানটায় ভেলা ভাসে, জল কচুরিপানা আর চাঁদ
কত কি না দেখা দেয়,
রোদে, রাতে, পূর্ণিমা অমাবশ্যায়, জলতরঙ্গে
কত কি যে ভাবায়।
এখানটায় ঝড় হয়, মৃত্যু এবং জন্ম হয়,
এখানেই ভয় বাসা বাঁধে, এখানেই অন্ধকার, আলো, এখানে
খুব উত্তরে অথবা দখিনে অদ্ভুত আলো ফোটে, জিজ্ঞাসার।
ওতে আঁধারও নাকি দেখে কেউ, কেউ দেখে অচেনা মিশেল।
দেখবোনা বলে এখানেই মুখ গোঁজে মানুষ বালিয়াড়িতে
এখানেই কত পথ। এখানেই ভেসে থাকে মানুষ, চেনাপথে।

এখানেই অর্থের অনর্থ হয়, আয়েশি অজ্ঞানে, অর্থহীন অপচয়ে।
এই খানে তুমি থাক, আমি থাকি, ওরা থাকে।
আমি তুমি বাঁচি, চলে যাই, ফের শুরু হয় জীবন
এই খানে নতুন থাকে নতুনদের জন্যে, এভাবেই
প্রিয় গ্রহ ঘর হয়ে থাকে,
এসো ভালোবাসি।

তারপর,
চলে যাই
শুভেচ্ছায়।

পাঠকের মতামত:

০৫ জুন ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test