E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

করোনা ভাইরাস এক আতঙ্কের নাম

২০২০ এপ্রিল ২৯ ১৬:১৫:০৬
করোনা ভাইরাস এক আতঙ্কের নাম 

আজিজুল হুদা চৌধুরী

মানুষের আলিঙ্গনকে এত ভয় পাইনি কখনও।
মানুষের কাছে যেতেও ভয়;
যদি স্পর্শ লাগে, যদি দেহে বাসা বাঁধে
ব্যাধির জীবাণু,প্রিয়জনকেও কাছে টেনে নিতে
সংশয়ী মন; তফাৎ রেখে কথা বলি;
শুনি দূর থেকে; অথচ সারাজীবন কাঙ্ক্ষিত ছিল
মানুষের উষ্ণ আলিঙ্গন, প্রিয়তমার নিবিড় বন্ধনে
সাগরের ঢেউ হতে চেয়েছিল মন।
এখন আতঙ্কের শিবিরে বন্দি সবাই;
ধনী, নির্ধন,খ্যাত,অখ্যাত কারুরই রেহাই নেই।
হাত বাড়িয়েও হাত সরিয়ে নিই; যদি
হাতের তালুতে মৃত্যু লিখে রাখে নাম!

পাঠকের মতামত:

১৩ জুন ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test