E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ কবি এম এ খালেক খানের ৬৫তম জন্মবার্ষিকী

২০১৪ সেপ্টেম্বর ১৫ ১২:০০:৪২
আজ কবি এম এ খালেক খানের ৬৫তম জন্মবার্ষিকী

কবি ও মুক্তিযুদ্ধের সংগঠক এম এ খালেক খানের ৬৫তম জন্মবার্ষিকী আজ। চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভদন্ডী ইউনিয়নের হাতিয়া ঘোনা এলাকায় পারিবারিকভাবে ও পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চের উদ্যোগে পালন করা হবে এ জন্মবার্ষিকী।

জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে। এতে সকল বন্ধু-বান্ধবদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য এম এ খালেক খান পরিবারের পক্ষ থেকে ফ্রান্স প্রবাসী আওয়ামী লীগের সভাপতি মুফিজুল ইসলাম খান অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, কবি এম এ খালেক খান ১৯৫০ সালে ১৫ সেপ্টেম্বর জমিদার পরিবারে পটিয়া উপজেলার শোভদন্ডী ইউনিয়নে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি একজন প্রখ্যাত চিকিৎসক। চিকিৎসা সেবার জন্য নিজ এলাকায় খান ক্লিনিক নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠান করেন। মুক্তিযুদ্ধের সময় তার অপরিসীম অবদান ছিল। চিকিৎসা সেবার পাশাপাশি অবসর জীবনে তিনি কয়েক অনেক কবিতা লিখেছেন।

তার কয়েকটি গ্রন্থ প্রকাশ হয়েছে। এর মধ্যে হাজার মনোরম,প্রেক্ষাপট, গান, মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ পিতা তোমাকে খুঁজি, বাংলার লোহ মানবী, ডিজিটাল প্রেম, চিকিৎসা বিষয়ক গ্রন্থ উপশমসহ একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।

(এমআই/এনডি/সেপ্টেম্বর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test