E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কবিতা হয়ে ঘুমিয়ে থাকো

২০১৪ সেপ্টেম্বর ২১ ১১:২৬:১৫
কবিতা হয়ে ঘুমিয়ে থাকো

:: শায়মা ::

 

কবিতা হয়ে ঘুমিয়ে থাকো তুমি
আমার ডায়েরীর পাতায় পাতায়
নির্লিপ্ত আবদ্ধ চোখে স্থিতু প্রগাঢ় অমানিশা
শতাব্দীর জমাট অন্ধকার হতে বহমান অতীতের গান...

এক একটি পত্র পল্লবে
এক একটি ধুম্র ইতিহাস....
কখনও জলে কখনও স্থলে কখনও বা মায়াজাল খেলা করে
আমার আঙ্গুলের ডগায় ডগায়, প্রতি তন্ত্রীর লৌহকনিকায়, নীলাভ শিরায় ....

পাতা উল্টাই, ছুঁয়ে ছুঁয়ে যাই
অবিশ্রুত ভালোবাসার পেলব অভিমানে
বিষাদীয় সঙ্গীতের সূর গুন গুন, কোমল গান্ধার, জেগে ওঠো তুমি
চোখ মেলো ঘুমপূরীর রাজপুত্র, সোনার জীয়ন কাঁঠি জাগে শিওরে তোমার...

ললাটে ছোঁয়াই তপ্ত অধর,
পরম আদরে, শোনাই গল্পকথা জ্যান্তব রুপকার
বন্দী রাজকন্যা, দৈত্যি দানো, সাত সমুদ্র তেরো নদী
মন্ত্রমুগ্ধ মোহাবিষ্ঠতায় অবাক চেয়ে রও তুমি, পলকহীন মুগ্ধশ্রোতা!

হরতন চিড়েতন রুহিতন
তাসের খেলাঘরে প্রতিষ্ঠা পায় প্রাণ পৌত্তলিকা
শব্দজ্যোসনায় দৃষ্টিদান করি,বাঁধি মায়াহরিণীর প্রেমে
উতল ভালোবাসায় গাঁথি মালা অমরাবতী শ্রান্তিহীন অবিরাম....

অদল বদল রৌপ্য ঘুমকাঠি পুনশ্চ পূণর্বার
দীঘল শীতার্ত রাত্রী অলস দুপুর অথবা ঝুম বর্ষন সন্ধ্যা
কবিতা হয়ে ফের ঘুমিয়ে পড়ো তুমি আমার ডায়েরীর নক্সীপাতার ভাজে
বন্ধ মলাটে জাগে স্মৃতির মেলানকলিয়া অনিদ্র নীলকন্ঠী বালিকার মৌন মনিহার!

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test