E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মনিরুজ্জামান প্রমউখ’র কবিতা

২০২২ জানুয়ারি ৩০ ১৫:৩৮:৫৫
মনিরুজ্জামান প্রমউখ’র কবিতা







 

বিধিত কৃষ্টি

ও দাঁতে বিষ ছিলো-না, বিষ-নন্দিনী'র ।
ও পায়ে খড়ম ছিলো-না, শব্দ-দূষণে'র ।

প্রকৃতি'র পাড় ঘেঁষে- মিঠে চলাচল উত্তরণে'র ।
নিরবতা'র অতিথি গান- মন-গাঙ ছুঁয়ে দেহে'র ।
পলকে'র প্রহরায় ছিলো-না, উত্তাপ প্রদর্শনে'র ।

তবু- এক-দিন মিটে যায়- আচানক কোলাহল জীবনে'র ।
যে প্রাণে বাঁচা'র অনু-বিন্দু কলহ নেই, খণ্ডনে'র ।
সে দমে কেনো- অ-সময়ে কবজ-দূতে'র আগমন নিঃশেষে'র ?
হারাবার অনুভূতি কয়েন গোনে- সংখ্যা বাড়ায় হ্রাস-মোহনে'র ।।

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test