E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আশরাফুল ইসলাম দুর্জয়ের গুচ্ছ কবিতা

২০১৪ সেপ্টেম্বর ২৭ ১১:০৬:৪২
আশরাফুল ইসলাম দুর্জয়ের গুচ্ছ কবিতা

| আশরাফুল ইসলাম দুর্জয় |

পুরনো কথা

অনেকগুলো পুরনো কথা কাটাকুটির ফাঁদে পড়ে
অব্যক্ত থেকে গেল, আর হঠাৎ করে উদয় হয়ে -
গলা চেপে ধরে প্রায়ঃশ ভীষণ বেদনাভারে,
সেসব কথাগুলোই স্বপ্নে দেখে এলাম নীল খামে
করে ভেসে বেড়াচ্ছে আমার ছোট্ট ঘরের দ্বারে।
কথারা এভাবেও আসে? বহুদিন পর স্বপ্নের ভিতর
পরিচিত বেদনার জামা গায়ে?

শুভসকাল জানালো কেউ ইনবক্স ভর্তি গোলাপে
এভাবে কি শুভদিন আসলেই আসে?
আমিও কথার বেদনা ভুলে গিয়ে তাকে পাঠালাম
শুভমিতার 'সুপ্রভাত'
দেখতে পেলাম কি-বোর্ডের ওপর ভেসে আসছে
রোদেলা দিন, টুকরো খুনসুটি
যেসব আমি ফেলে এসেছি অতীত দিনের শহরে।


অন্ধকার

অস্থি মজ্জায় খুব করে ঢুকে গেছে অন্ধকার
বস্তুত যা কিছু আলোর দিশারী -
শাদা কাচ ভেঙে গুড়ি গুড়ি শৈশবে।

এক একটা বিকেল এখন মৃত্যু গন্ধ ফেরি করে
আমার কেবলই চোখ বুজে আসে
অন্ধকার উৎকন্ঠায় সে ভয়ার্ত ঘুম।

স্বপ্নের সকল নকশা ছিড়েফুড়ে বেরিয়ে যাব
শব্দহীন কিছু অভিমান রেখে যাবো
ঘাস নদী আর শ্যাওলা স্তুপের কাছে।

যেসকল প্রশ্ন উচ্চারিত হয় বারবার বুকের পর
শ্মশানের পথ রাখবে রৈখিক সমাধান
দেয়ালে ঠেস দেয়া হয়নি আমার।


জীবন যাপন

তোমার হাঁ করা মুখের ভিতর
কীট ঢুকে যাচ্ছে
তোমার দাঁতের গোঁড়ায় ভুল -
করে পড়ে থাকা চুল
কৃমিতে রূপান্তরিত।

তুমি দেখলে একটা ছোট্ট কুমির
একটা হিংস্র সাপের সাথে
দুটো কুকুর খেলছে জলে ডাঙায়।

তোমার চোখের ভেতর পিপড়ার
ঘরবাড়ি; তোমার বুকের ভেতর
ছোট্ট ঘন জঙ্গল।

সন্ধ্যা নামছে সুপ্রভাতে, শুরু হচ্ছে
চিৎকার, রাত্রির আর্ত সুর
তোমার মুখের ভিতরে আছে কীট
কি লাভ বলো দিয়ে দৌড়!

দেখা-অদেখা

দেখেছি দূর দেশ, চোখ যায় যদ্দুর
বাহ্যিক প্রেম, দেখেছি সূর্য রাঙা ভোর
দেখেছি নারী, নক্ষত্রপূঞ্জের মতো মুখ
ঢেউ খেলা সমুদ্রে উচ্ছল জীবনের দোর।

শুনেছি আশার বাণী, উজ্জীবনী গান
অলীক নোঙর, সাত সমুদ্রে ভাসান।
শুনেছি সময়, অপেক্ষায় আঁকা দীপ্তি
কৌতুহলী জীবন, খুঁজে ফেরা উল্লাস।

দেখিনি অন্তঃস্থ পৃথিবী, ভাঙনের রেখা
মিথ্যে সব প্রবোধ, পাপগ্রস্থ এক জীবন
রাখিনি বিশ্বাস অপ্রেম আর জোচ্চুরিতে
উদ্বেগ উৎকণ্ঠায় ক্লান্তিহীন বিষন্ন সে।


সুখী মানুষ

পাখিদের মৃত চোখ জানে আলোর স্ফুরণ
পড়ন্ত আমার চোখ কি তাদের ধর্ম জানে?
মেঘলা দিনে বিজলীর সাথে খেলে ভেংচি
পাহাড় কে যারা পাঠায় ওড়ানোর হুমকি!
আমি যে পথ দিয়ে ডেকে আনি দুঃস্বপ্ন সব
সে সব আসলে জুয়োর টেবিলের সামান্য
আমার চোখ কি সেসব গল্প জানে?

জীবন বড্ড খেলছে দাঁত খিচানোর খেলা
আমিও কি কম জানি? জয়ী না হবার গর্বে
আমিও ভীষণ হাসতে জানি। নাট্যমঞ্চের পরে
একটা চরিত্র স্থায়ী, সে সব কি উপচানো পানি?

যত যাই হোক, একথাই রইলো তবে স্থায়ী -
সুখী মানুষের ভান ধরে কাটিয়ে দিব অসুখী মানুষ।

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test