E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

শৈশবের ঈদ

২০২২ মে ০৩ ১২:৪০:৩১
শৈশবের ঈদ 

মনিরুজ্জামান প্রমউখ

ভুলো স্মৃতির ভেতর মন তলিয়ে দেখি
উর্বশীরা দোল খুলে নিয়ে গেছে কবে
তবু সিংহলটুকু দানা ফেলে চাষ করে
উৎসবের সারাদিন, আনন্দের প্রতিদিন
সময়ের তুলনায় তার চড়াক গাছ সামিল।

জল ঢেলে, নিড়ানোয় বলিয়ে ভেতরে বুনি
দেখা যায় না তারে পৌঢ়ের আটকাহনে
আনন্দ এক অবিনাশী গানের সারগাম
সুরুত বিনা ফুরুত করে অন্তর ভরিয়ে রাখে।

মনে নিয়ে অতীতমুখো সুগম স্মৃতির পালকী
বয়ে যাই বলাধারে সারাময় পৃথিবীর নন্দনকানন
শৈশবের ঈদ এ কালের আন্তঃবিলাসের অবলম্বন।

পাঠকের মতামত:

২৮ মে ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test