E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৪’র নিবন্ধনের সময় বর্ধিত করা হয়েছে

২০১৪ সেপ্টেম্বর ৩০ ১৯:১২:৩০
‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৪’র নিবন্ধনের সময় বর্ধিত করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৪’-এর আয়োজন করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত এই প্রথম ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স। দুই মাসব্যাপি এই কোর্সে চলচ্চিত্রপাঠ এবং অধ্যয়ন-সংশ্লিষ্ট সকল বিষয়ে পাঠদান করা হবে। একইসঙ্গে চলচ্চিত্র নির্মাণের সকল বিষয়ে ধারণাও প্রদান করা হবে। কোর্সে অংশগ্রহণ করার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে চলচ্চিত্র অনুরাগী তরুণদের ।

কোর্সে চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্রতত্ত্ব, চলচ্চিত্রের ভাষা, চলচ্চিত্রের নন্দনতত্ত্ব, চলচ্চিত্রের সঙ্গে অন্যান্য শিল্পমাধ্যমের সম্পর্ক, আলোকচিত্র, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা, চলচ্চিত্রে শব্দ ও সংগীত, চিত্রগ্রহণ, চলচ্চিত্র সম্পাদনা, অভিনয়, চলচ্চিত্র নির্মাণে ৩৫ মিলিমিটার প্রযুক্তি এবং ডিজিটাল প্রযুক্তি, চলচ্চিত্র পরিচালনা, প্রামাণ্য চলচ্চিত্র, জনপ্রিয় চলচ্চিত্র, চলচ্চিত্রের মনোবিশ্লেষণ, চলচ্চিত্র সমালোচনাসহ অন্যান্য বিষয়ের পাঠদান করা হবে।

কোর্সে পাঠদান করবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী, আলোকচিত্রশিল্পী ও চলচ্চিত্রগ্রাহক আনোয়ার হোসেন, চলচ্চিত্রকার সাইদুল আনাম টুটুল, নাট্যজন লিয়াকত আলী লাকী, চলচ্চিত্রগ্রাহক মাকসুদুল বারী, লেখক ড. সলিমুল্লাহ খান, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, শব্দ-প্রকৌশলী রতন পাল, অধ্যাপক জাকির হোসেন রাজু, অধ্যাপক ফাহমিদুল হক, নির্মাতা সামির আহমেদ, অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, শিল্পী সব্যসাচী হাজরা, নির্মাতা রাজীবুল হোসেন, আলোকচিত্রশিল্পী তানভীর মুরাদ তপু, স্থপতি রাজন দাশ, নির্মাতা প্রসূন রহমান এবং নির্মাতা সাইফুল ইসলাম জার্নাল। ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৪ এর পরিকল্পক এবং সমন্বয়ক বেলায়াত হোসেন মামুন।

কোর্সের মেয়াদ ২ মাস। সপ্তাহে দুই দিন। শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
কোর্স শুরু হবে ১৮ অক্টোবর ২০১৪।
কোর্সে নিবন্ধনের শেষ তারিখ ১৫ অক্টোবর ২০১৪ ( আসন খালি থাকা সাপেক্ষে)।

নিবন্ধনের জন্য যোগাযোগ : কক্ষ নং ৭০১ (লিফটের ৬), জাতীয় নাট্যশালা ভবন,
বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা ১০০০।
ফোন: ০১৬৭৫ ৬৪২৭৭৭, ০১৮১৫ ১১০২৮২, ০১৭৯৫০৮৭১৬৩।

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test