E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ রানার দু’টি লিরিক

২০১৪ অক্টোবর ০১ ১১:১১:০৩
শেখ রানার দু’টি লিরিক

| শেখ রানা  |

বিশৃংখল রাজপথে এক নাগরিকের মন

বিশৃংখল রাজপথে রাত শৃঙ্খলিত মন,
বেহিসেবি যানবাহনের উৎকট সাজগোজ
পাশের এম্বুলেন্সে শুনি মৃত্যুর সাইরেন
মুহূর্ত ঘুনপোকার কাছে নিচ্ছে তোমার খোঁজ।

তুমি তখন গেটলকে লক, জানলাতে বিমর্ষ
তুমি তখন সি এন জি-তে সবুজ জালে ভস্ম
তুমি তখন ট্রাফিক জ্যামে ঘুরপাক খাও ধুলো
বাসের জন্য পথের ধারে অজস্র মুখগুলো।

এসব দেখি, সিগনালে রঙ বিষাদী বর্ণন
জ্বলছে নিভছে হ্যাজাক বাতি বলছি যাকে চোখ
এই নগরে নিয়ম ভাঙ্গার বান ডেকেছে আজ
রাতের তিলোত্তমায় এখন যান্ত্রিক সম্ভোগ।

সম্ভাবনার অপার দেয়াল, ক্লান্ত হাসিমুখে
ওভারব্রিজে আকাশ দেখে অন্ধ তীরন্দাজ
নগরীতে শীতের জাহাজ মাস্তুল আলোচনা
খরকুটো সব ভাসিয়ে নেয়ার মিথ্যে রঙের সাজ।

একদিন শহরে বৃষ্টি নাগরিক

শহর জুরে মেঘ করেছে দ্যাখ
রাজপথে তোর ক্ষণিক মেঘলা দিন
রোদ্দুর কার তেপান্তরের বোন
নুপুর পায়ে নাচছে তা ধিন ধিন।

শহর জুরে রোদের আলসি বেয়ে
মেঘ করেছে ডুমরু মেঘের কাল
শহরে আজ আকাশ পরে বৃষ্টি রঙা শাল...

ফুলের মেয়ে চিরহরিৎ মন
সিগনালে তোর স্নিগ্ধ আচরণ
মুখ তুলে দ্যাখ শহর জুরে মেঘ
যাস ভুলে যাস ধারাপাতের কাঁচ ঘেরা আবেগ।

শহর জুরে রোদের আলসি বেয়ে
মেঘ করেছে ডুমরু মেঘের কাল
শহরে আজ আকাশ পরে বৃষ্টি রঙা শাল...

রিকশা চলে, প্যাডেল পায়ে জোর
হুড নামিয়ে হাসিমুখে তোর
শহর দেখিস, শহর তোকে দেখে
জেব্রা ক্রসিং দৃশ্যছবি আঁকে।

শহর জুরে রোদের আলসি বেয়ে
মেঘ করেছে ডুমরু মেঘের কাল
শহরে আজ আকাশ পরে বৃষ্টি রঙা শাল...

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test