E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কবির মনোবেদনা

২০১৪ অক্টোবর ০৪ ১১:৫৩:৪৯
কবির মনোবেদনা

| কামরুল বসির |

এক.

তেমন এক অপেক্ষা এখন
গাছ পাথর হয়ে যাওয়া,
নদী বিরান আলুখেত আর স্বপ্নগুলো আচানক বুমেরাং যেন
ফিরে ফিরে আসা তোমার স্মৃতির কাছে;

এমন এক জীবন এখন
দাওয়ায় বসে প্রাচীন পুঁথি সুর করে পড়া
উঠানের ধানে কাক তাড়ানো আর
তোমার ফিরে আসাকে স্বাগত জানিয়ে
রঙিন কাগজের শিকল গেট তৈরি করা শুধু

এ জীবনে তুমি নেই, অথচ
তোমার না ভুলবার সব আয়োজনের সাথে শক্ত গাঁথুনি আমার
যেন নাড়ির টান-
তুমি আছো কি নেই
তার চেয়ে মুখ্য আমার, তোমার প্রত্যাগমনকে নিখুঁত করার
বিশদ বিন্যাস

জানি গন্তব্যের বেভুল তার পথ, আমারও বুকের বাঁকে-
মিটমিটে দেখে আর হাসে, পরিতৃপ্তির;
কাপুরুষ প্রেমিকের জবুথুবু খুব মোহিত করে তাকে!

দুই.

একটা ভালোবাসা টুপ করে খসে পড়েছিল কাল-
একটা আগুন বুকের মাঝে দপ করে জ্বলে উঠেছিল তখন
ভালোবাসা এমন, কিছু দহন করে প্রকাশিত হয়, অথবা চলে যায়-
কষ্টের ফয়েলে কেউ কেউ তাকে মুড়ে রাখে, কেউ সকাল-বিকাল
পানি ঢালে শ্বাসমূলে-
এভাবে কি বাঁচে প্রেম!

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test