E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে বাংলা কবিতা দিবস উদযাপিত

২০১৪ অক্টোবর ১৮ ১৪:২৭:৪৯
গাজীপুরে বাংলা কবিতা দিবস উদযাপিত

গাজীপুর প্রতিনিধি : প্রতি বছরের মতো এ বছরও বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে কাব্যামোদীদের অংশগ্রহণে বাংলা কবিতা দিবস ২০১৪ আজ শুক্রবার গাজীপুর সদর উপজেলাধীন নয়নপুরে (রাজেন্দ্রপুর) অবস্থিত কচি-কাঁচা একাডেমী প্রাঙ্গণে উদ্যাপিত হয়। এ উপলক্ষে দিনব্যাপী আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, আলোচনা, বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পায়রা উড়িয়ে দিনটির কার্যক্রম শুরু করেন বিশিষ্ট সাংবাদিক, কবি ও বহুমাত্রিক লেখক সাযযাদ কাদির ও শিক্ষাবিদ ইকবাল সিদ্দিকী। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন কবি আফরোজা অদিতি ও কবি গাজী শাহজাহান সিরাজ। এরপর বই মেলার উদ্বোধন করেন গাজীপুরের দৈনিক গণমুখ পত্রিকার সম্পাদক অধ্যাপক আমজাদ হোসাইন। দেশের ৫টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান প্রায় ৮ হাজার বই নিয়ে বইমেলায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মাহমুদা আক্তার শেফালী, মাটি সিদ্দিকী, শামছুন্নাহার, মাইমুন জাহান মম, নুসরাত জাহান সামিরা, মিঠুন সিদ্দিকী, আফরিন সুলতানা সুমাইয়া, রেদোয়ান আহম্মেদ, অর্পিতা দাস, ছড়াকার মোহসিন আহম্মেদ, মো. মাসুদুর রহমান সাগর, আফিয়া ইবনাথ খান বুশরা, রাসেল আহমেদ, মোহসিনা রহমান মারিয়া ও আলমগীর হোসেন।

প্রথম অধিবেশনে স্বরচিত কবিতা পাঠ করেন কবি আব্দুল আলিম, সাবেরা তাবাস্সুম, ফাতেমা ফরিদ, হুমায়ুন কবির, হাফিজ উদ্দিন আহমদ, আফরোজা অদিতি, রানা জামান, গাজী শাহজাহান সিরাজ, অমূল্য সরকার, নিশি কান্ত বন্দ্যোপাধ্যায়, শুভ্র আহমদ, রানা মাসুদ, রাকিব ইউ মাহমুদ, তরুণ কবি মোস্তাফিজুর রহমান ও সাত বছর বয়সী খুদে কবি মাইমুন জাহান মম। দ্বিতীয় অধিবেশন শুরু হয় বেলা ৩টায়। শুরুতেই স্বরচিত কবিতা পাঠের আসরে কবিতা পাঠ করেন কবি শাহের বানু, মিঠুন সিদ্দিকী, খুদে কবি তানজিলুর রহমান মেরাজ, তহমিনা বেগম, শশ্মান ঠাকুর, দ্বীপ, সোহরাব ইফরান, চঞ্চল মাহমুদ, শেখ মনিরুল হক, রুখসানা কাজল, মো. আতোয়ার রহমান, মোহসিনা আহমেদ, আবু নাসির খান তপন, মোস্তাফিজুর রহমান, শাহান সাহাবুদ্দিন, সাযযাদ কাদির, মেজবাহ উদ্দিন, সাহস রতন ও জগলুল হায়দার। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন আনিকা তাহসিন আব্বাসী, মিঠুন সিদ্দিকী, খন্দকার শামীম আহম্মেদ ও মনিষা দেবনাথ। নৃত্য পরিবেশন করে মরিয়ম আক্তার মুক্তা, আয়েশা আক্তার হিরা, মাটি সিদ্দিকী, ঊর্বী চাকমা ও শৈলী দেওয়ান। অনুষ্ঠানে দেশ-বরেণ্য কবি, সাহিত্যিক, বিপুল সংখ্যক দর্শক ও শ্রোতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ইকবাল সিদ্দিকী হাই স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল হক।

(এসএইচ/এএস/অক্টোবর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test