E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বদরুল হায়দার’র কবিতা

২০২৩ মার্চ ০৫ ১৭:১১:১৫
বদরুল হায়দার’র কবিতা







 

হলুদমাখা ফাগুন

হলুদমাখা ফাগুন ফোটে তোমার হৃদয়ে। কৃষ্ণচুড়া

রাধাচুড়া শিমুল ফুলের মাতো তুমি ফুটে থাকো প্রকৃতিতে।

শুভেচ্ছা দূতের মারাপতে তোমার মনের অভিমুখে

পাঠিয়েছি বার্তা। মানকচুর বিরাগে তোমার অস্তিত্বে

ফোটে রাতপদ্ম। বদ্ধ দুয়ারের তালা খুলে আমি

মহামূল্যে জীবনকে করেছি সমৃদ্ধ।

মন মাতানো ছন্দের কারুকাজে অবারিত নিজেকে হারাই।

তুমি একাকী মনের ঘরে বোবাস্বরে প্রয়োজনের অধিক

আয়োজনে তুলনা ভূগোলে তৈরী করো প্রলোভন।

সম্ভাব্য ঝুঁকির তোলপাড় লাভ ওয়্যারে তুমিও অহেতুক

টার্নিং পয়েন্ট খোঁজো জোড়াভাঙা মন।

হলুদ বসন্তে তুমি নিত্যানন্দে ছলনা লুকাও। ইচ্ছা পবনের বনে

তুষের আগুনে আমি হৃদয় নামায় যোগ করি প্রেমের অজানা।

হলুদ পাখির ডাকে কেনো তুমি অতিথি হয়ে আনো না।

মাল্টিমিডিয়ার দীলে

অন্তরের শূন্যপদ বহাল রেখে প্রেমের সুরতহালে তুমি

মনের শাসনে টানো বেদনার সন্ধিরদ।

হৃদয় প্রবাসী বাঁশি বাজায় আপন সুরে। ভবঘুরে

প্রেমের বিবাদে চলে প্রনোদনা। ব্যয় বহুল আবেগে

তুমি বৃহস্পতির আকাশে ইচ্ছা পোষো।

সন্দেহ বিবিধ আচরনে বদ্ধপরিকর সম্পর্কের

অবনতিতে তোমার বাঁধভাঙা উন্মাদনা আমাকে মাতাল করে।

সদানন্দে ছলনার ধারাভাষ্যে তুমি অপ্রকাশ্যে যপকরো

প্রাপ্তির সাধনা।

জাতরাশি ফলে কোলাহলে মাথা ছাড়া দিয়ে ওঠে দুঃখরা।

মনভোলা বেদনার ভুলে অন্তরের গোলাঘরে তুমি ডুব মারো।

সাফল্যের ক্যারিয়ারে আমি জীবনের কারাগারে বাহুল্যের কাছে খুঁজি মুক্তি।

তুমি স্যাটেলাইটে প্রেমের ডানা মেলো। আমি

মাল্টি মিডিয়ার দীলে প্রেমের বিফলে হই এলোমেলো।

পরবাসী

ফের দেখা হলে কথা হবে। মন দেয়ালের ব্যারিকেট

সরে যাবে তোমার প্রকাশে।

আমার স্বভাবজাত আবেগ বাহুল্যতায় তোমাকে আপন করি।

ধারনার অনুভূতি হয় কনসেপ্টের সরল অনুগামী। আমি

মুখ্য সাফল্যের আলোড়নে বোধের কিনারে শিক্ত হই প্রেমে।

চিরকালের পালের হাওয়া লেগেছে অভিমানে। তুমি

সান্ধ্যভাষার পাষানে কিলোমিটার আবেগে ভালোবাসা

প্লাস্টিকের মনে।

এনালগেবেদনারা ছুটে আসে হৃদয় ক্যাসেটে। অন্তর ট্রান্স মিটারে

তুমি নিরবিচ্ছিন্ন ভালোলাগার অকাতরে সুবিধা লুকাও।

ড্রিম হলিডের যাদুকরি প্রেমে জেগে উঠে প্রমের তুফান।

আমি যুগলবন্দির সন্ধি করে বাড়াই সুনাম।

তুমি একসনা মনের গননা শেষে দিনের বাসরে

আনন্দের বিরহী নিবাসে হও পরবাসী।

পাঠকের মতামত:

০১ এপ্রিল ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test