E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ বইমেলার দুয়ার খুললো ১২টায়, চলবে রাত ৯টা পর্যন্ত

২০২৪ ফেব্রুয়ারি ২৬ ১২:৫১:০৩
আজ বইমেলার দুয়ার খুললো ১২টায়, চলবে রাত ৯টা পর্যন্ত

স্টাফ রিপোর্টার : আজ (২৬ ফেব্রুয়ারি) পবিত্র শবে বরাতের ছুটির দিন। আর এই ছুটির দিনে অমর একুশে বইমেলা শুরু হয়েছে বেলা ১২টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাংলা একাডেমি জানিয়েছে, বইমেলার ২৬তম দিনে বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ: আবুবকর সিদ্দিক এবং স্মরণ: আজিজুর রহমান আজিজ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

এতে প্রবন্ধ উপস্থাপন করবেন ফরিদ আহমদ দুলাল এবং কামরুল ইসলাম। আলোচনায় অংশ নেবেন মামুন মুস্তাফা, মো. মনজুরুর রহমান, তৌহিদুল ইসলাম ও আনিস মুহম্মদ। কবি আসাদ মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায় ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test