E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পীযূষ সিকদার’র কবিতা

২০২৪ মার্চ ২৩ ১৬:১২:৩৫
পীযূষ সিকদার’র কবিতা










 

জীবনটা এমনই

এখনো তোমরা আমাকে চিনছো না!
জেনে রাখো একদিন তোমাদেরকেও চিনবো না-
সত্যি কথা এই, তোমাদের সাথে দেখা করার সুযোগ ঘটবে না। জীবনটা এমনই!
পাল্টে যেতে যেতে এতোটাই পাল্টে যাবো আমি...।
তোমাদের দুচোখ আমাকে দেখবে না।

আমি অদৃশ্য হবো দৃশ্যমানতায়-
তুমি হেরে যাও কিংবা জিতে যাও
সে তো আমারই আশীর্বাদ।
কিন্তু তোমরা আমাকে ভালোবাসো
এ কোন ভিনদেশী কায়দা!

আমি কায়েদার হলফনামা জানি
আমি হলফ করে বলতে পারি একদিন
তোমাতে আমাতে কত যে দেখা-দেখি হবে
সেদিন তোমরা আমাকে চিনবে না!

আমি তো আমার আমিকে ভাসিয়ে দিয়েছি
আটলান্টিক মহাসাগরে-
সেদিন তোমরা বুঝবে আমি কী ছিলাম!
কেমন ছিলাম!

তোমাদের কিঞ্চিত ভালোবাসা আমাতে নিপতিত হয় নাই
তাই অতীত ভুলে বর্তমানকে সাথী করে ভবিষ্যতের দিকে অফুরন্তভাবে ছুটছি...।

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test