E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিজয় সরকারের ২৯ তম মৃত্যুবার্ষিকী আজ

২০১৪ ডিসেম্বর ০২ ১৬:০৬:১৯
বিজয় সরকারের ২৯ তম মৃত্যুবার্ষিকী আজ

নড়াইল প্রতিনিধি :অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা চারণকবি বিজয় সরকারের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ ২ ডিসেম্বর।

১৯৮৫ সালের ২ ডিসেম্বর কলকাতায় পরলোকগমন করেন। তাকে পশ্চিমবঙ্গের কেউটিয়ার বাড়িতে সমাহিত করা হয়। বিজয় সরকারের প্রকৃত নাম বিজয় অধিকারী। সঙ্গীত সাধনার জন্য তিনি ‘সরকার’ উপাধি লাভ করেন।

১৩০৯ বঙ্গাব্দের ৭ ফাল্গুন নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। বিজয় সরকার তার ভক্ত ও স্থানীয়দের কাছে ‘পাগল বিজয়’ হিসেবেই সমধিক পরিচিত। তিনি নবমশ্রেণি পর্যন্ত পড়েছেন, মতান্তরে মেট্রিক পর্যন্ত।

তিনি ১ হাজার ৮০০ গান করেছেন বলে জানা যায়। তবে মত পার্থক্য রয়েছে। তার গানের মধ্যে রয়েছে-যেমন আছে এই পৃথিবী / তেমনিই ঠিক রবে/ সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে...। এছাড়া, পোষা পাখি উড়ে যাবে সজনী/ একদিন ভাবি নাই মনে...। তুমি জানো নারে প্রিয়/ তুমি মোর জীবনের সাধনা...। নক্সীকাঁথার মাঠেরে/ সাজুর ব্যথায় আজো কাঁদে রূপাই মিয়ার বাঁশের বাঁশি...। কি সাপে কামড়ালো সাপুড়িয়ারে/ আমি জ্বলিয়া পুড়িয়া মলেম বিষে...। অথবা নবী নামের নৌকা গড়/ আল¬াহ নামের পাল খাটাও/ বিসমিল্ল¬াহ বলিয়া মোমিন/ কূলের তরী খুলে দাও...। কিংবা আল্ল¬াহ রসূল বল মোমিন/ আল্ল¬াহ রসূল বল/ এবার দূরে ফেলে মায়ার বোঝা/ সোজা পথে চল... উল্লেখযোগ্য। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে মরণোত্তর একুশে পদক পেয়েছেন কবিয়াল বিজয় সরকার।

বিজয় সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে দু’দিনব্যাপি (৩ ও ৪ ডিসেম্বর) ‘চারণ কবি বিজয় মেলা’ অনুষ্ঠিত হবে। আগামিকাল বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় চিত্র প্রদর্শনীর উদ্বোধনের মধ্য দিয়ে বিজয় মেলা শুরু হবে। এছাড়া বিজয়গীতি প্রতিযোগিতা ও সন্ধ্যায় গানের আসর অনুষ্ঠিত হবে। পরেরদিন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় সেমিনার, বিকেল ৩টায় শিল্পীর প্রতিকৃৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান।

এছাড়া রাতে ভারতের কবিয়াল অসীম সরকার ও অমল সরকারের পরিবেশনায় ‘কবিগান’ অনুষ্ঠিত হবে। এদিকে, এ বছর ‘বিজয় সরকার স্বর্ণপদক’ পাচ্ছেন কবিয়াল অসীম সরকার।




(টিএআর/এসসি/ডিসেম্বর০২,২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test