E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দু’দিনব্যাপি বিজয় সরকার মেলা সমাপ্ত

২০১৪ ডিসেম্বর ০৪ ১৫:১৭:০৬
দু’দিনব্যাপি বিজয় সরকার মেলা সমাপ্ত

নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে দু’দিনব্যাপি বিজয় সরকার মেলা শেষ হয়েছে। চারণকবি বিজয় সরকারের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইল শিল্পকলা একাডেমি চত্বরে বিজয় সরকার মেলার আয়োজন করা হয়। বিজয় সরকার ফাউন্ডেশনের উদ্যোগে চিত্রপ্রদর্শনী, বিজয়গীতি প্রতিযোগিতা, গানের আসর, আলোচনা ও পুরস্কার প্রদান করা হয়। বুধবার চিত্রপ্রদশর্নীর মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল গাফফার খান।

এদিকে, বৃহস্পতিবার ৪ ডিসেম্বর দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী। নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রধান ড. সুজয় মণ্ডল, পশ্চিমবঙ্গের সেন্টপল ক্যাথেড্রাল মিশন কলেজের সহযোগী অধ্যাপক ড. এসকে মকবুল ইসলাম, সুরেন্দ্রনাথ কলেজের সহকারী অধ্যাপক ড. পুষ্প বৈরাগ্য, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইয়াসমিন আরা সাথী, নড়াইলের আব্দুল হাই ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, সহকারী অধ্যাপক মলয় নন্দী, লোহাগড়া সরকারি কলেজের প্রভাষক সৈয়দা রুমানা শারমীন, আকরাম শাহিদ চুন্নু প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জাকির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা হায়দার আলী, চিত্রশিল্পী বলদেব অধিকারী, কবি ও গীতিকার কেএম আনোয়ারুল ইসলাম প্রমুখ।

১৯৮৫ সালের ২ ডিসেম্বর পরলোকগমন করেন বিজয় সরকার। ভারতের পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়। অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা বিজয় সরকার ১৯০৩ সালের ১৯ ফেব্রুয়ারি ১৩০৯ বঙ্গাব্দের ৭ ফাল্গুন নড়াইলের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন।

(টিএআর/এএস/ডিসেম্বর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test