E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পল্লিকবির ১১২তম জন্মবার্ষিকী আজ

২০১৫ জানুয়ারি ০১ ১১:১৫:৩১
পল্লিকবির ১১২তম জন্মবার্ষিকী আজ

ডেস্ক রিপোর্ট : পল্লিকবি জসীমউদ্‌দীনের ১১২তম জন্মদিন আজ। ১৯০৩ সালের আজকের এই দিনে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

কবির পুরো নাম জসীমউদ্‌দীন মোল্লা। বাবার নাম আনসার উদ্দিন মোল্লা। তার লেখা ‘কবর’ কবিতাটি বাংলা সাহিত্যে এক অনন্য অবদান।জসীমউদ্‌দীন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল, ও পরবর্তী সময়ে ফরিদপুর জিলা স্কুল থেকে পড়ালেখা করেন। এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় ১৯২১ সালে উত্তীর্ণ হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এমএ শেষ করেন যথাক্রমে ১৯২৯ এবং ১৯৩১ সালে। ১৯৩৩ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ড. দীনেশ চন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী গবেষণা সহকারী পদে যোগ দেন। এরপর ১৯৩৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন।
নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রঙিলা নায়ের মাঝি ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

(ওএস/এইচআর/জানুয়ারি ০১, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test