E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মিতুর প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

২০১৫ জানুয়ারি ২৫ ২০:৫৯:২৮
মিতুর প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক : কবির কথাগুলো যেন বাস্তব জীবনের প্রতিটি অংশ। কবির প্রতিটি লেখায় খুব সুন্দর ভাবে উঠে এসেছে জীবনের আসল রূপ। কবি তার চমৎকার বুদ্ধিদীপ্ত বর্ণনাশৈলীতে প্রেম, সমাজ ও রাজনীতিকে একটি সূত্রে বেঁধেছেন কবিতাগুচ্ছে।

কবিতা পড়ার সময় পাঠকের মনে হতেই পারে সবাই যেন আমাদের চেনা, কাছের মানুষ, আশেপাশের কেউ। ফলে সহজেই এর সঙ্গে একাত্ম হতে পারবেন পাঠক। সহজ ভাষা শৈলীর কারণে সকল শ্রেণির পাঠকের কাছেই এটির রস আস্বাদন সহজ হবে।

রবিবার বিকাল ৫টায় জাবেক হল বিশ্বসাহিত্য কেন্দ্রে ফারজানা মিতুর প্রথম কবিতা ‘ভালোবাসার চাদর’ বইটির মোড়ক উন্মোচন করেন।

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ এসময় বলেন, ‘আজ যা রূপকথা তা আগামী দিনের বাস্তবতা। কবি সরল ভাষায় কবিতা লিখেছেন। আর সরল ভাষার কবিতা লেখাই হল বড় কবির লক্ষণ।’

কবি ফারজানা মিতু বলেন, ‘আল্লাহ আমাকে দিয়ে যেন জোর করে কিছু লিখিয়ে নিচ্ছে। আমি আপনাদের জন্য বইটি লিখেছি। আপনারাই আমার বইয়ের পাঠক।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক তপন বাগচী ও সমগ্র প্রকাশনের প্রকাশক শওকত আলি তারাসহ অনেকে।

এবারের অমর একুশে বইমেলায় ফারজানা মিতুর প্রথম কবিতার বইটি পাওয়া যাবে মুক্ত চিন্তা স্টলে। বইটি প্রকাশ করেছে সমগ্র প্রকাশন। দাম ১৪০ টাকা।

(ওএস/এটিআর/জানুয়ারি ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test