E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

২০১৫ জানুয়ারি ২৯ ১৮:২৭:২২
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

স্টাফ রিপোর্টার : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৪ ঘোষণা করা হয়েছে।

এবার পুরস্কার পাচ্ছেন- কবিতায় শিহাব সরকার, কথাসাহিত্যে জাকির তালুকদার, প্রবন্ধে শান্তনু কায়সার, গবেষণায় ভূঁইয়া ইকবাল, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য ক্যাটাগরিতে আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, ভ্রমণ সাহিত্যে মঈনুস সুলতান ও শিশুসাহিত্যে খালেক বিন জয়েনউদ্দীন।

বৃহস্পতিবার বিকালে বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের চতুর্থ তলার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এ পুরস্কার ঘোষণা করেন।

১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৫ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে পুরস্কার তুলে দেবেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির সচিব মো. আলতাফ হোসেন, পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী, মোহাম্মদ আবদুল হাই, ড. জালাল আহমেদ, ড. মোহাম্মদ মিজানুর রহমান, জনসংযোগ উপবিভাগের উপপরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ, উপ-পরিচালক নুরুন্নাহার খানম এবং ড. আমিনুর রহমান সুলতান।

উল্লেখ্য, অনুবাদ, নাটক এবং বিজ্ঞান-প্রযুক্তি ও পরিবেশ বিভাগে কাউকে পুরস্কার দেয়া হয়নি। শনিবার বেলা সাড়ে ১১ টায় বইমেলা নিয়ে সংবাদ সম্মেলন করবে বাংলা একাডেমি।

(ওএস/এটিআর/জানুয়ারি ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test