E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বইমেলায় কামরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ ‘কবিতার স্বদেশ ও বিশ্ব’

২০১৫ ফেব্রুয়ারি ১৬ ১৯:০২:১৫
বইমেলায় কামরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ ‘কবিতার স্বদেশ ও বিশ্ব’

শামীম সাঈদ : ‘কবিতার স্বদেশ ও বিশ্ব’ কামরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ। দেশী ও বিদেশী কয়েকজন বিখ্যাত কবির কবিতা, সাহিত্যিক জীবন, চিন্তা-দর্শন, তাঁদের কাব্য মূল্যায়ন নানামাত্রিকতায়, কালের সাহিত্য প্রবাহে তাঁদের অবস্থান নির্ণয়ে সুগবেষিত, যুক্তিনির্ভর নিটল আলোচনার সমাবেশ রয়েছে গ্রন্থটিতে।

আলোচনায় এসেছেন: স্বদেশ, স্বভাষার ছয় মহামহিম কবি- রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান, শহীদ কাদরী।

আলোচিত হয়েছেন বিশ্বসাহিত্যের তিন দিকপাল- এজরা পাউন্ড (আমেরিকান), ডেরেক ওয়ালকট (সেইন্ট লুইসিয়ানা) ও ইউজেনিও মন্তেল (ইতালিয়ান)।

এবং আলোচিত হয়েছে মডার্নিজম ও পোস্ট মডার্নিজম নিয়ে, অবশ্যই গতানুগতিক দৃষ্টিভঙ্গিতে নয়। সুতরাং পাঠকের আগ্রহ জাগতেই পারে বইটির প্রতি। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে অনুপ্রাণন প্রকাশনের স্টলে (৩৯৯) বইটি পাওয়া যাবে। প্রচ্ছদ এঁকেছেন- আইয়ুব আল আমিন। প্রকাশ করছে- অনুপ্রাণন প্রকাশন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৫)



পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test