E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ একুশে বইমেলার প্রস্তুতি সম্পন্ন

২০১৫ ফেব্রুয়ারি ২০ ১৭:৪০:০২
দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ একুশে বইমেলার প্রস্তুতি সম্পন্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ একুশে বইমেলার উদ্বোধন হবে শনিবার বিকেলে। পাঁচ দিনব্যাপী বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে ইতোমধ্যে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মাহিলাড়া ইউনিয়ন ও মাহিলাড়া ডিগ্রি কলেজের যৌথ আয়োজনে বইমেলা উপলক্ষে গোটা এলাকাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, একুশে বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসবকে ঘিরে সকল আয়োজন সম্পন্নের পাশাপাশি মেলাস্থলের নিরাপত্তা, কলেজের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে তৈরি করা হয়েছে সুশৃংখল রোবার স্কাউট, অনুষ্ঠান স্থলের আলোক সজ্জা, স্থানীয় কারু শিল্পের বাঁশ, বেঁত ও পাট দিয়ে পরিবেশ বান্ধব সু-উচ্চ টাওয়ার এবং প্রতিকী বদ্ধভূমি নির্মাণ, মহাসড়কে আলপনা, দেশ বরেণ্য কবি-সাহিত্যিক, বিভিন্ন বইয়ের প্রকাশনী, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করা হয়েছে।

(টিবি/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test