E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অধুনা জীবন

২০১৫ মে ০৯ ১১:৩৯:৫২
অধুনা জীবন

প্রদীপ দও

আধুনা জীবনের আশির্বাদ পুস্ট হয়ে
পকেটে চার্জার রাখি,আগে রাখতাম না;
খাবার এখন থালায় নয়,প্যাকেট এ খাই
কটন বাড কিনি প্যাকেট প্যাকেট।

জানজট, এনালগ ট্রাফিকপুলিশ
তুমিও আজকাল ফেসবুকে সারাক্ষণ ;
কবিতা পড়া ছেড়েছি সেই কবে,
সবই এখন ইউটিউবে।

গোগলস আছে পৃথিবী আছে,
সবকিছু পাবে ইন্টারনেটে।
পালানোর পথ তাও বন্ধ;
আঙুলের চাপে গেট বন্ধ!

চলন্ত সিড়িতে মানে এসকেলেটর
চলতে আমার ভালোই লাগে।
রাতভর ছোটে প্রগতির ট্রাক
দেশবাসী হল হতবাক।

কতসুর কতগান যে হল,
দিনগুলো সব ছবিই হল;
শুভংকরের ফাকির জীবন
এভাবেই সব এলোমেলো!

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test