E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আরিফুন নেছা সুখী’র ভাবনাগুলো এলামেলো

২০১৫ মে ১৬ ১০:৪৯:০১
আরিফুন নেছা সুখী’র ভাবনাগুলো এলামেলো

১.

রাত জাগা পাখিদের সাথে
মিতালি করেছি
সন্ধি করেছি ওই জ্বলজ্বলে তারাটার সাথে
সারারাত জেগে থাকবো আমরা
কারো সাথে দেখা হবে না
কিন্তু কথা হবে...

২.

মন আমার পাগলা ঘোড়া
গঙ্গা ফড়িং
শালিক পাখি,
দূর অজানার
পথ পাড়ি দেয়
বন্ধ করে দুটি আঁখি।
কখনো সে উত্তরে যায়
দখিন দিকেও দেয় যে হানা,
শাসন বারণ যতই করি
শোনে না সে কোন মানা।
মনের সাথে পাল্লা দিয়ে
বারে বারে আমিই হারি,
মন পাখিটা ডানা মেলে
তার সাথে কি আমি পারি?
মাঝেমাঝে ইচ্ছে করে
মনপাখিটার সাথে উড়ি,
প্রশ্ন করি ওরে ও মন
কেমন লাগে ওড়াওড়ি?
নেইকো শাসন নেইকো বারণ
নেইকো কোন জ্যামের ভয়,
এক নিমিষেই উড়াল দিয়ে
বিশ্বটাকে করিস জয়।

৩.

স্বেচ্ছায় নিয়েছি কারাবাস
বিচার চাইবো কার কাছে...
কারাগারের মালিক আমি
প্রহরীও নিজে
পালাবো কোথায়
স্বেচ্ছায় নিয়েছি কারাবাস
বিচার চাইবো কার কাছে...
সোনায় মোড়া কারাগারে
বেশ আছি
ভাবছে সবাই
সোনায় মোড়া কারাগার বলে কথা
স্বেচ্ছায় নিয়েছি কারাবাস
বিচার চাইবো কার কাছে...
কারাগারে থাকতে থাকতে
ভুলে গেছি
বাইরের পৃথিবী
সূর্যের আলোটা বড় চোখে লাগে
স্বেচ্ছায় নিয়েছি কারাবাস
বিচার চাইবো কার কাছে...

৪.

স্বপ্নগুলো বড্ড বেশি ডানা ঝাপটায়
বারবার তাই মুখ থুবড়ে পড়ে...
স্বপ্নদৌড়ে দৌড়তে দৌড়তে বড্ড ক্লান্ত
তবুও থামে না স্বপ্নের উড়াউড়ি...
স্বপ্ন উড়ে, স্বপ্ন উড়ে, উড়ে আমার মন
স্বপ্ন ছাড়া বেঁচে থাকে সে আবার কোন জন...?

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test