E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাসান আল আব্দুল্লাহ

দ্বিরুক্তি

২০১৫ মে ১৮ ১৩:২৯:২৯
হাসান আল আব্দুল্লাহদ্বিরুক্তি

কাঁটা দিয়ে কাঁটা তোলার প্রক্রিয়া শুরু হলে কিছু কিছু কাঁটা হইচই করে ওঠে। গোলাপের পাঁপড়িরগুলোর চারপাশে বসে থাকা ওসব সন্ত্রাসি নিয়ে আমার অবশ্য ভাবি না অতোটা। সত্য ও ন্যায়ের প্রশ্নে একপায়ে যখন

দাঁড়াই, আমাদের পাগুলো তখনো বাঁধা থাকে সম্পর্কের সুবোধ শিকলে, দৈনিকের পাতায় পাতায় কিম্বা টেলিভিশনের বাচাল পর্দায়; পোড়া মানুষের গন্ধ অতএব আমাদের ব্যতিব্যস্ত করতে পারে না। অথচ আমরা ছয় দিনের রবীন্দ্র জয়ন্তিতে গায়ে ভাঁজ দেয়া পাঞ্জাবির সাথে বিদেশী আতর মেখে সারি সারি কবুতর উড়িয়ে এবং গাম্ভীর্যপূর্ণ ভাষায় কথা বলে আমাদের সাংস্কৃতিক সুস্থতাকে নিয়মিত জানান দিতেও কখনো ভুলি না। অন্ধকারে হাবুডুবু খেলেও কিছুই যায় আসে না, তথাপি অন্ধকার অন্ধকার করে প্রায়শই আমরা চেঁচাই, গল্পের ছেলেটি প্রতিদিন বাঘ দেখে যেমন চেঁচাতো।


(/এসসি/মে১৮,২০১৫)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test