E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সমর চক্রবর্তী'র কবিতা

২০১৫ জুন ১৫ ০০:৪৩:১২
সমর চক্রবর্তী'র কবিতা


১.
এসো বৃষ্টি

এসো বৃষ্টি শরীরভ্রমণে, পর্বত-কান্তারে,
ঝরো নির্ঝর রোমাঞ্চিত পাথরে !

অনাবাদি-অফসলি বুকের জমিন
ভরে আছে পাথর-শিলায়,
এসো নতুন অভিজ্ঞতায় ,এই ভুলভ্রান্তিময়
দেহখানি পাঠ করো,
পুলকিত করো, তারপর
অবিমিশ্র ধারার নদী হয়ে যাও বিশাল প্রান্তরে ...

তোমার হৃদয়অববাহিকায়
আমি কাদামাটি হবো ! পাললিক হবো ,

এসো বৃষ্টি ঝরো নির্ঝর আমার তৃষ্ণার্ত জমিনে !

২.

এত দেখা এত কথা তবু মনে হয়
দুর নক্ষত্রের মতো তুমি কতো অচেনা আমার!

রোদের ভেতর হঠাৎ বৃষ্টিতে ভিজে যাই,
ঘামের দুর্গন্ধ ছাপিয়ে তোমার শরীরের ঘ্রাণ নাকে ভাসে !

দুজনে ফুটপাথে একসাথে
যেনো এক জোড়া লাভবার্ড
সংগীতের মতো কথা আর সুরের মূর্চ্ছণায়
ঘনিষ্টের মতো মুখোমুখি তাকিয়ে থাকি !

কতকাল থেকে তুমি-আমি শরীরে হৃদয়ে মাখামাখি _
এসব নিবিড় জেনেছো কী কোনোদিন ?
চিনেছো কী চোরা জঙ্গলে হারিয়ে গন্তব্যে যাবার পথ ?

যে আয়নার প্রতিচ্ছায় দাঁড়িয়ে আছে তোমার ছায়া
কোন অভিমানে ফেরাবে ? চিনেছো কী তাকে কোনোদিন ?

এতো হাসি এতো গান -তবু সমুদ্রের ঢেউয়ে
দুর অতীতের মতো কেবলই বাজে বিরহ

ফটোগ্রাফে যেমন, পেছনে সমুদ্র রেখে পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছো
তোমাকে আমি কিছুতেই চিনতে পারছি না !

৩.

ভোরবেলা তোমাকে নিয়ে সমুদ্রে যাবো
এই ভাবনায় রোমাঞ্চিত বুক কেঁপে ওঠে ;
উল্টো করে জামা ,ভুল পায়ে জুতো পরি,
হাতে মোবাইল রেখে হাৎড়াই পকেটে !

এই বুঝি এলে- চমকে দেখি,তোমার পায়ের
শব্দের মতো বাতাসেরা নেচে গেলো হৃদয়ে !

উঠোনের এককোণে কুকুরের মতো
শুয়ে আছে রোদের ভেতর একখণ্ড ছায়া ,
বাতাসহীন রোদপোড়া গাছের
পাতার ফাঁক থেকে উড়ে যায় একটি পাখি,

আমি আকাশের দিকে তাকিয়ে
তোমার মুখ আবিস্কারের চেষ্টা করি,

আজ আকাশে অনেক মেঘ
মেঘের দিন শুরু, ভোর রাতেই এলোমেলো ঝড় উঠবে !

৪.

কারও হাসির নিরঙ্কুশ শব্দ ঝরে পড়ে না আর
ওড়ে না বহুবাহুস্বপ্ন দিগন্তে !

স্মৃতির ভেতর আমি তাকিয়ে থাকি তোমার শ্রোণিচক্রে
তুমি মোমের প্রাসাদে আগুনের ঈশারায় মমী হয়ে থাকো;

বনভূমির হাওয়া নিঃশব্দে সাঁতরায় অন্ধকারে
যেন দীর্ঘশ্বাসের এক নদী বয়ে যায়...

এসব কিসের শব্দ তবে,পতন না ঈশ্বরীর নৃত্যছন্দ?

ছলনার মতো বাজে হৃদয়ে সে নূপুর !
দিক-চিহ্নহীন -এ কোন প্রবাল গোলোকে হেঁটে চলেছি আমি ?
সবুজ স্বপ্নের ভেতর যা খুঁজি, সবই কী অর্থহীন ?

বালির ওপর ছড়িয়ে রয়েছে প্রতিবিম্ব
যেন শূন্য কাঁচের বোতলে আটকে আছে তোমার মুখ !

আর আমি ,
সেই বোতলের ভিতর ঢুকে খুঁজে চলেছি তোমার মৃতদেহ !

৫.

রাত্রিগাছে আমার ফুটেছে কোমল কামিনী
এ এক আশ্চর্য ম্যাজিকফুল !

স্পর্শ না করতেই মিলিয়ে যায় রোদ-বাতাসে...

উদ্ভাসিত আমি
স্বপ্নের উচ্চতায় উঠে যাই তোমাকে আবিষ্কারে !

তুমি যেন দুর গ্রহে ফুটে আছো তারা ;
তোমাকে ঘিরে কুণ্ডলি পাকিয়ে আছে সাতটি সাপ!
সাত সমুদ্র তের নদী পারে দাঁড়িয়ে
তোমার দিকে তাকাতে তাকাতে জেনেছি

আকাশের পরিসীমায় জীবনের আয়তন,
প্রলম্বিত অন্ধকারে হৃদয়ব্যাসার্ধ !

আমার সামান্য আয়োজনের ও কল্পপুস্প ,

মুগ্ধ হয়ে দেখি,দিকচক্রবালে উদ্ভাসিত তুমি

তোমার ঘ্রাণে ফুটে উঠছে সবুজআলোকভূমি !

!
(/বি/জুন১৫,২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test