E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গল্পের খোঁজে

২০১৫ জুন ২৪ ১৩:৩৪:১৬
গল্পের খোঁজে

সাঈদ সরকার :

(কবি সুমন রায়হানকে নিবেদিত)
কবিকে দেখিনি স্বচক্ষে-
তবুও কবির কবিতার দুঃখে মন কেঁদে ওঠে!
উপমা মিশ্রিত কাব্যের অন্তরালে,
পেয়েছি কবিকে প্রতি লাইনের শব্দে শব্দে;
আর যাই হোক কবি কাপুরুষ হতে পারেনা।

কবি একদিন স্বপ্নে এসেছিল-
মেতে উঠেছিলাম অবাক কথোপকথনে।
জেনেছিলাম তার প্রিয় অপ্রিয় কথা,
সৃষ্টির ব্যপ্তিতে স্বীকার করা
যেতে যেতে সমুদ্রের ঢেউ লাগা তীরে।

হঠাৎ ঘুম ভেঙ্গে গেল-
চেয়ে দেখি কবি নেই আমার পাশে!
পড়ে আছে তার বই বুকের উপরে,
বুঝেছিলাম ঠিক তখনি!
কবিতার নিপুণতায় হাত বুলিয়ে শান্তি পায়।
কবির হৃদয় কখনো পাথরে গড়া নয়-
গল্পের খোঁজে বুজেছি!
আর যাই হোক কবি কাপুরুষ হতে পারেনা।

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test