E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অয়ন্ত ইমরুল

 

২০১৫ জুলাই ১৯ ১৯:২৮:২৩
অয়ন্ত ইমরুল
 











 

ডিম অথবা বলয়

সবটাই শূন্য নয়
পুঁজির ভেতর ডিমের মত গোলাকৃতি কিছু
আছে
তার বৃত্তরেখায় আমাদের তোতাপাখির
আবর্তন প্রক্রিয়া দেখতে দেখতে কিছু অদৃশ্য
গুটিপোকা
অদ্ভুতুড়ে জাল বুনে যায় আর আমাদের
নিয়তিমুক্তির রেখা আড়াল করে ভুবনজয়ী
প্রেতছায়া। আমাদের জ্যোতি নেই,জ্যোতির
ক্ষুধাবোধে যারা
ডিম ভাঙার কৌশল শিখতে চেয়েছিল তারাও
পিছিয়ে এল পুঁজিবাদের নির্দেশনামায়
দৃষ্টি স্থাপন করে।

এখন চন্দ্র,সূর্য,সমাদর্শী তারকা মেঘের
ভেতর অবরুদ্ধ
কৃষ্ণপক্ষীয় ঘেরাটোপে অক্ষক্রীড়া পাঠ
শেখে জ্যোতিদূত জোনাক তারোও একান্তে
কালের করাল ছায়া নিয়ে স্থির ছায়াপ্রধান
গাছ।
(এআই/এসসি/জুলাই১৯,২০১৫)



(এসডি/এসসি/জুলাই১৯,২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test