E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহে নজরুল জয়ন্তী উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন

২০১৪ মে ২২ ১০:২৬:০০
ময়মনসিংহে নজরুল জয়ন্তী উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করছে জেলা প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয়। ২৫ মে থেকে শুরু হয়ে এ অনুষ্ঠানমালা চলবে ২৭ মে পর্যন্ত। এ অনুষ্ঠানকে ঘিরে ত্রিশালে বিরাজ করছে সাজ সাজ রব। কবির ভক্ত-অনুরাগীদের মাঝে বিরাজ করছে বাড়তি উৎসাহ উদ্দীপনা।

ময়মনসিংহ জেলা প্রশাসন সূত্র জানায়, ২৫ মে সকাল ১১টায় এ অনুষ্ঠানে অনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান ও স্থানীয় সাবেক সংসদ সদস্য রেজা আলী।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে নজরুল স্মারক বক্তৃতা রাখবেন, মুহাম্মদ নুরুল হুদা। এছাড়াও বক্তব্য রাখবেন সচিব রণজিৎ কুমার বিশ্বাস, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

দ্বিতীয় দিন ২৬ মে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। দ্বিতীয় দিনে নজরুল স্মারক বক্তৃতা করবেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম।

এ ছাড়া ২৭ মে সমাপনী দিবসে প্রধান অতিথি থাকবেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান। সমাপনী দিবসে নজরুল স্মারক বক্তব্য রাখবেন নজরুল ইনস্টিটিউটের চেয়ারম্যান বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম।

নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের সংস্কৃতি উপ-কমিটির আহবায়ক অধ্যাপক আমির আহম্মেদ চৌধুরী রতন জানান, প্রতিদিন দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা অংশ নেবেন।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তকিম বিল্লাহ ফারুকী জানান, উৎসবের প্রথমদিন জাতীয় পর্যায়ে উদযাপন হবে। এ অনুষ্ঠানকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

(এসআই/অ/মে ২২, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test