E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া

২০১৫ আগস্ট ১৫ ০১:০০:১৮
বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া






 


আলম তালুকদার

আগষ্টের কষ্ট

আদিম কালের চাদিম ছড়া
কয়টা মানুষ কয়টা মরা
আগষ্ট মাসে যাচেছ মারা
হিসাব করে বলতো তারা ?

আদিম কালের চাদিম কথা
আগষ্ট মাসের স্বাধীনতা
করছে হরণ জাতির পিতা
আরো আছে ভাষার মিতা।

আদিম কালের চাদিম হিম
একটা মাথা দশটা ডিম
আগষ্ট মাসের দ্রিদিম দিম
রাজাকারের কয়টা টিম।

মোঃ গনি মিয়া বাবুল
বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তুমি মৃত্যুঞ্জয়ী বাঙালির জয়গান
স্বাধীনতার ডাক জাতির মুক্তি
সাতই মার্চে তোমার উক্তি।
জাতির অহংকার তমি
দিয়েছো স্বাধীনতা বাংলার ভূমি
স্বাধীনতা জাতীয় পতাকা
তুমি এক মহান দাতা।

পনের আগষ্ট তোমায় ওরা
মারলো কেমন করে
ওদের জন্ম নিয়ে সংশয়
ওরা বাঙালি নয়।
কি ওদের পরিচয়
ওরা মানুষ নয়।

আমিনুল ইসলাম

তর্জনী

জনে জনে প্রাণের সাগর রেসকোর্সের ঐ মাঠ!
সেই সাগরে মিললো নদী-মিললো পথ ও ঘাট।
আশেপাশের মিছিলগুলোয় উপচে-পড়া ভীড়
যোগ দিয়েছে সেই মিছিলে ফিঙ্গে ফেলে নীড়!
বজ্রধ্বনির ঢেউয়ে ভাঙে ভীড়-সাগরের পাড়
ঢেউয়ের টুঁটি ধরবে টিপে সাধ্য এমন কার!

ঝড় দেখি না- তবুও ওঠে উথালপাথাল ঢেউ
ঝড় ওঠেনিÑ ঝড়ের চেয়ে শক্তিশালী কেউ!
তর্জনীটার ডগায় দ্যাখো তেলেসমাতির বাও
তার দোলাতে দোলে সাগর- তার নাচনে নাও।
চূড়োয় যখন প্রাণের জোয়ার উদ্বেলিত কান
ওই আঙুলটা শুনিয়ে দিলো স্বাধীনতার গান।

আসলাম সানী

পিতাকেই মনে পড়ে

যখন নীল আকাশে চন্দ্র সূর্য ওঠে
মুক্ত হাওয়ায় মুগ্ধ পাখিরা ছোটে
রিম ঝিম ঝিম বৃষ্টি যখন ঝরে
মুজিবের কথা মনে পড়ে আমার
পিতাকেই মনে পড়ে।

ঢেউয়ের ছন্দে জীবনানন্দে
নায়ের মাঝি ছোটে
ঝিলের জলে শাপলা শালুক
সুখ স্বপ্নে ফোটে
হৃদয় দুলে ওঠে
তখন আমার মন টিকেনা ঘরে
দুরন্ত আমি ছুটে যাই যেনো
মাঠ ঘাট চরাচরে
প্রান যে কেমন করে
মুজিবের কথা মনে পড়ে যায়
পিতাকেই মনে পড়ে ।

কৃষক মাঠে শ্রমিক খাটে
উন্নয়নে অগ্রগতির
দেশটা সবাই গড়ে
তখন আমার শ্রেষ্ঠ বাঙালি
পিতাকেই মনে পড়ে।

পাহাড়ে শান্তি সীমানা প্রাপ্তি
সমুদ্র আয়ত্বে আসে
জনকের আশা বাঙালির ভাষা
বঙ্গদুহিতা হাসে
সোনার ছেলেরা বিশ্ব জুড়ে
বিজয় আনন্দে ভাসে
লাল সবুজের পতাকা ওড়ে
আকাশে বাতাশে

বীর বাঙালির গর্বে তোমার
মনটা কেমন করে
স্বাধীনতার মহান নেতা
পিতাকেই মনে পড়ে
বাংলার ঘরে ঘরে
বাঙালির অন্তরে।

আহমেদ কায়সার
স্স্ববপ্নব নিলো লুটে

জাতির পিতা শেখ মুজিবুর
দক্ষ কারিগর
নিজ গুনে চিনতে পারতেন
কে আপন কে পর।

দেশের জন্য ছিলো পিতার
দারুন রকম ঝোক
ভালোবাসতেন নিজের করে
বাংলাদেশের লোক।

শাসন শোসন বন্ঞনাতে
কাঁদতো পিতার মন
লড়াই করতেন তার বিরুদ্ধে
মৃত্যু করে পন।

অন্যায়কারি পিতার কাছে
হার মেনেছে হার
সারা জীবন শোষনের বিপক্ষে
জয় হয়েছে তার।

শোষন যখন বসলো চেপে
আঙ্গুল উচিয়ে তুল্লেণ
শোষকের রিরুদ্ধে সাতই মার্চ
রেসকোর্সে মুখ খুল্লেন ।

অকুতভয় এই মানুষটির
স্বপ্নো গেলো টুটে
পনের আগষ্ট ঘাতক ফারুক
স্বপ্নো নিলো লুটে।


শারমিন সুলতানা রীমা

মুজিব মানে বাংলাদেশ

আয় ছেলেরা আয় মেয়েরা
গলাপ শুনি তার
স্বাধীনতা আসলো দেশের
ঘোষনাতে যার ।
ছয়দফায় এ জাতিকে
রক্ষা করেণ যিনি
সবার ভালোবাসার মাঝে
জড়িয়ে আছেন তিনি ।

দেশের স্বধীনতায় ছিলো
তার চির সংগাম
বাংলা দেশের জাতির পিতা
বঙ্গবন্ধু নাম।

জীবন বাজি রেখে এই
দেশ করেছেন গঠন
আর হবেনা ত্যাগী বীর
মহান তারই মতন ।

শোন ছেলেরা শোন
এ গলোপর নেই শেষ
মুজিব মানে ¯বাধীনতা
মুজিব বাংলাদেশ।

নাহার ফরিদ খান
অমর এক নাম
আকাশ বলে তারার কাছে
শুনেছো তাঁর নাম
বাতাস বলে নদীর কাছে
জান কি তাঁর ধাম ?

ফুল পাখিরা জানতে চায়
কি তার অবদান
বাংলাদেশের কোটি কন্ঠে গায়
তাঁরেই জয়গান।
ফরিদপুরে জন্ম যে তাঁর
টুঙ্গীপাড়া গ্রাম
শেখ মুজিবুর রহমান
অমর এক নাম।

বাবুল তালুকদার

সবার প্রিয় শেখ রাসেল

রাসেল ছিল সবার প্রিয়
মায়ের বুকের ধন
ঘৃণ্য ঘাতক মারলো তাকে
কাঁদে সবার মন।

বাবা - মা ও ভাই ভাবীরা
রইলোনা কেউ বাকি
জাতির পিতা হারিয়ে গেলেন
কেমন করে থাকি ।

পার হয়ে যায় চারটি যুগের
কাল বেদনার ক্ষণ
সবার কাছে রাসেল সোনা
ব্যথায় কাঁদে মন।


তাহমিনা কোরাইশী

বন্ধু তুমি

পথ দেখালে তুমি সবার
দেশ ও জাতি জানে
লাল সবুজের পতাকাটি
তোমার স্বপ্ন মানে।

তুমি হলে জাতির জনক
ধরলে জাতির হাল
তুমি হলে মহানায়ক
সাক্ষী মহাকাল।

স্বাধীনতার শব্দ ফুলের
এইতো বাংলাদেশ
লাল সবুজের স্বপ্ন বুনন
সুখ শান্তি অশেষ।

অনিবার্য সত্য এটি
তুমি জাতির পিতা
অনুসারী আমরা তোমার
চিরকালের পিতা।


রব্বানী চৌধুরী

বঙ্গবন্ধু ভালোবাসেন

বঙ্গবন্ধু ভালোবাসেন
বাংলাদেশের মাটি
তিনিই তো চেয়েছিলেন
সোনার বাংলা খাঁটি ।

সোনার বাংলা সোনার
নতুন স্বপ্ন বোনার
জন্মভূমি সোনার বাংলা
মায়ের দুধের বাটি।


শুভ বড়ুয়া

জাতির পিতা

আমি নব প্রজন্মের তরুণ
আমি দেখিনি একাত্তর
তবু শুনেছি তোমার বজ্রধ্বনি
যা ছড়িয়েছে বহুদূর।
আমি জেনেছি তোমার কথা
ছিলে দেশেরপ্রতি অন্তপ্রাণ-
অন্যায়ের প্রতিবাদে,সোচ্চার সবখান।
তুমি রাখতে চাওনি মোদের
হয়ে হানাদারের ক্রীতদাস!
চেয়েছিলে তুমি হই নাগরিক
স্বাধীন সার্বভৌম বাংলার।
ও্ই হায়নারা পারেনি
মেনে নিতে পরাজয়
ঘাতকের ওই বুলেট
আজো বিকাষত করে এ হৃদয়।

বিশাল মানচিত্রে তুমি দিয়েছে যে স্থান
তুমি হলে এ জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মানিক মোহাম্মদ রাজ্জাক

একটি পাখি

একটি দেশে একটি পাখির
কণ্ঠ শুনি রোজ
স্বর্গে ওড়া ওই পাখিটি
নিত্য করে খোঁজ
ওই পাখিটির কণ্ঠে ওড়ে
লাল সবুজের মেলা
শ্যামল দেশে ওই পাখিটি
খেলছে সারা বেলা
ওই পাখিটি অন্ধকারে
জ্যোৎস্না হয়ে ভাসে
শিশির হয়ে সবুজ বনে
রোজ সকালে হাসে
একটি দেশে একটি পাখি
উড়ছে প্রতিদিন
ওই পাখিটি শোধ করেছেন
সাত পুরুষের ঋণ।

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test