E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রক্ত দান শিবির

২০১৫ আগস্ট ২২ ০১:১৩:৪৫
রক্ত দান শিবির






 

চঞ্চল

অন্ধকারের মাঝে নিঃশব্দের বিচরণ ।
গলা টিপে ধরে অজ্ঞতা ,
সত্যের গোঙানিতে কান ঝালাপালা ,
আলো কে ফুঁ দিতে থাকে মূর্খ হায়না ,
সময় চলতে থাকে ,অন্ধকার বাড়তে থাকে,
অজ্ঞতা বাড়তে থাকে ।
হায়নারা শান দেয় দাত
নিথর দেহ পড়ে থাকে ।
রক্তে রঞ্জিত হাত
ডাকতে থাকে সভ্যতা ,
সভ্যতা উঁকি দেয় ।
মূর্খতা আর অন্ধকারের দেয়াল টপকে
সভ্যতা পৌঁছে না রক্তের কাছে ।
রক্ত ঝরতে থাকে ,বিশুদ্ধ রক্ত,পবিত্র রক্ত
রাষ্ট্র যন্ত্র রক্ত খেয়ে বেঁচে থাকে ।
মাথা তুলে দাঁড়ায় ,তাদের পা ভিজে থাকে রক্তে ।
রক্ত ঝরা অনেক আগের ইতিহাস
রক্তে ভয় পায় না তারা
যাদের রক্তে ভিজে যাচ্ছে শহর ।।




পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test