E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 সাদাফ হাসনাইন মানজুর

২০১৫ সেপ্টেম্বর ১৯ ০০:২৪:১৬
 সাদাফ হাসনাইন মানজুর






 


শরতে বুড়ি ও কদমের স্নান

এখন কদম আর কাঁদেনা শরতের রাতে ।
সারারাত গায়ে মেখে বৃস্টির জল
ব্যর্থ, কালোমুখ ফিরে যায় কষ্টের দল ।
কদমেরা স্নান শেষে হেসে ওঠে
দিনের আলোয় ।

বুড়ি, তোর চুলে ভাদ্রের মেঘ জমে আছে ।
কাশফুলে ছেয়ে গেছে জীবনের কুল ।
যদি পুর্নিমা ছুঁয়ে যায় এই রাতে, জানি ঠিক
ফিরে পাবি ষোলর মহিমা ।
এই নামে বন্দনা হবে ফের ।

কদমবুড়ি, জড়াজড়ি ।
সন্ধ্যাবেলায় কেশের চুড়ায় মেঘের বাড়ীতে
সৃষ্টি খেলায় শরৎ নামে গোপন সন্ধিতে।
ওলো তুই কি ধরেছিস কেশবপুরে ?
দেহে তোর এত শরৎ নামে !

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test