E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমিনুল গনী টিটো

২০১৫ সেপ্টেম্বর ১৯ ২১:০৭:৩৫
আমিনুল গনী টিটো






 

শরৎ লক্ষ্মীমেয়ে

এই শরতে যাইনি নদীর কাছে
দেখেনি দু‘পাড়ে কাশবন,
স্বচ্ছ আকাশ ডুবে আছে জলে !

এভাবে কী দূরত্ব বেড়ে যায় ?
যভোবে আমাদরে নর্মিল সর্ম্পকগুলো
কানাডা-আমেরিকা -ফ্রান্স হয়ে
শেষ অব্দি শেকড়ের পলি
তবু দূরত্ব ঘুচে না।

মেয়েটা শরৎ হয়ে এলো আয়নায়—
যার আঁচলে নীল ,
শাড়ী জুড়ে কাশবন,
দ্যুতিময় হাসি
হেসে ওঠে জোৎস্না।

শরৎ লক্ষ্মী মেয়ে
বাপী ডাকলে
জেগে উঠি আমি ।

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test