E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নজরুলজয়ন্তী : বাণী ও কর্মসূচি

২০১৪ মে ২৫ ০৮:২৫:৪৪
নজরুলজয়ন্তী : বাণী ও কর্মসূচি

ডেস্ক রিপোর্ট : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। নজরুলজয়ন্তী উপলক্ষে জাতীয় দৈনিকগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। বেতার ও সরকারি-বেসরকারি টিভি চ্যানেলগুলো প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা।

নজরুলজয়ন্তী উদ্যাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এবারের নজরুলজয়ন্তীর মূল প্রতিপাদ্য- ‘নজরুল ও অসাম্প্রদায়িকতা। এ বছর জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান হবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর হাইস্কুল মাঠে। এতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে নজরুল স্মারক বত্তৃদ্ধতা দেবেন কবি মুহম্মদ নুরুল হুদা। শিল্পকলা একাডেমিতে কবির জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও নজরুল ইনস্টিটিউট। এছাড়াও নজরুল ইনস্টিটিউট ২৫ থেকে ২৮ মে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।

নজরুল ইনস্টিটিউট ও বাংলা একাডেমি জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণিকা ও পোস্টার মুদ্রণ করেছে। নজরুল ইনস্টিটিউট কাজী নজরুল ইসলামকে বর্তমান প্রজন্মের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে কবির ছবি, পোস্টার ও বই প্রদর্শনীর আয়োজন করেছে এবং গণগ্রন্থাগার অধিদপ্তর বই প্রদর্শনী, পাঠ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে।

(ওএস/এইচআর/মে ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test