E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সমর চক্রবর্তী'র কবিতা

২০১৫ সেপ্টেম্বর ২৪ ১৯:২৩:১৯
সমর চক্রবর্তী'র কবিতা






 

বঙ্গ নগরীর বাউল আকাশ


বঙ্গ নগরীর বাউল আকাশে
কালের সুতোয় ওড়ে
চর্যার হরফ ঘুড়ি
তৃপ্তির ঢেঁকুর তুলে জেগে ওঠে নবান্নের চাঁদ
ঘাম কামের সন্তগ্রামে ।

সাহসেরা এখানে সাজানো থরো থরো
নবীন যৌবনা
শ্যামল অন্তরে প্রেম বয়ে আনে বিপ্লব
নবীন রক্তের ধারা-
স্বপ্নাকাশে ফোটায় যমজ স্বপ্নের ফুলকুঁড়ি

ক্যামন আছো শবরপা,নতুন কবির
বিহ্বল এ শতাব্দীতে ?
স্বপ্নে পড়েছে কী জীবনের বিপরীত ছায়া উদাসী রঙে ?

মহাশূন্য- মহানীল- মহাবেদনার জল
জ্বলে স্বপ্নের প্রতিবিম্বে
ঈর্ষাগুলো রাজহাঁস হয়ে সাঁতরায়
দীর্ঘঘুমে জেগে ওঠে অথৈ দিঘী-কামনার রঙে

ক্যামন আছো কাহ্নুপা চর্যার আলোর নতুন ভোরে
ডোম্বীর শরীর ধোঁয়া শীতল আগুনে আজ ?
কী যে পোড়া শরীর গিলে ফেলে সহমরণ চিতা
কী যে আর্তি ফিরে আসে লখিন্দর বেহুলার ভেলায় !

বর্ণনাহীন ক্রমিক মানুষেরা সোমত্ত এই সব বীজে
আর্য অনার্য তবু বর্ণখেলা ,ভাঙে গড়ে ইতিহাস
মানুষ এগিয়ে যায় কাঁধে চেপে ধর্ম কর্মের হাত ধরে ।

আর্য তোমরা শিখিয়েছো যা আমাদেরই লুট করে
লুকিয়েছো ইতিহাস
তোমরা দিয়েছো যা নিয়েছো নিঙড়ে
করেছো প্রভুকে দাস !

ফিরিয়ে দাও হে আগন্তুক ফিরিয়ে দাও
অনার্য স্বকাল সে গঙ্গারিডির
মুণ্ডা শবর নিষাদের পুষ্পিত রঙিন হাত,
রাঢ় বঙ্গ দ্রাবিঢ়ের বুক ফুঁড়ে
সশব্দে হেসে উঠুক নগর-জনপদ
সন্তগ্রামে কল্লোল তুলুক উজ্জ্বল কৃষি

গোপন প্রেমিক খুঁজে পাক ঐতিহ্যের সুগন্ধ
অঙ্কুরিত প্রতিটি শষ্য হোক সম্ভার সম্ভাবনার

ফিরিয়ে দাও আর্য ফিরিয়ে দাও
রক্ত ঘামে লেখা মানুষের প্রাচীনলিপি
কালের কলম লাঙলের ইতিহাস
স্বপ্নবিবরে মৃত্যুঞ্জয়ী জন্মক্ষুধা...

আর্য তোমরা আনো নাই কৃষি
তোমরা আনো নাই বিপ্লব
তোমরা আনো নাই সভ্যতা

আমাদের জীবন ব্যাপিয়া যবন শীৎকার
যুদ্ধের অমর শিল্প হয়ে সংগ্রাম আসে চেতনায়
জীবন চেনায় সে সময় সংস্কৃতির
তারই স্রোতধারা তরঙ্গে তরঙ্গে ধ্বনি তোলে বিপ্লব বিপ্লব


অনার্য আমরা মাটির গর্ভের ঘুম ভাঙাই নবীন হাতে
তৃণাঙ্কুরের স্বপ্ন জাগাই প্রেমের স্রোতে

আমাদের ঘরে ঘুম নেই,স্বপ্ন নেই
স্বপ্নের পলিতে শস্যদানার জাগরণ নেই
মরুভূমির করুণা তলে
প্রেমের ঠোঁট মেলে
তবু চুম্বন উদ্যত মরীচিকা

আমরা সাহসে বুক বাঁধি
মাটির গোপন রেণু মাখি গায়ে
প্রেমিকার মাথার কসম খেয়ে সামনে দাঁড়াই
এ মাটি আমার
এই মাটির কাদাজলে আমার চৌদ্দপুরুষের ইতিহাস

দ্যাখো আমাদের শোণিতাক্ত বর্ণমালা
এই দ্যাখো আমাদের সংগ্রাম সাহসের মাটি

আমাদের স্বপ্নে কোনো রঙ নেই, স্বপ্ন আসে
শাদা-কালো দীর্ঘ জাগরণে
রজস্বঃলা রাত্রি ফোটায় আদিমগান
মাটির বুক চিরে এ্যাখন দারুণ মোসুম ফসল ফলাবার
শুধু আমাদের হাতে হাত নেই
হাতগুলো উড়ে গেছে তোমাদের হাতে ।


অনার্য আমরা এসেছি- যুগে যুগে বারবার
মৃত সময়ের অস্তির স্তূপ থেকে
দ্রোহে বিদ্রোহে সংগ্রাম চেতনায়
আমরা এসেছি
জীবনের ঘুম ভাঙাতে আমরা এসেছি
তৃণাঙ্কুরের স্বপ্ন জাগাতে আমরা এসেছি

আমরা অনার্য জাতি আমাদের দুঃখগুলো ‘হা’ করে কপাট খুলে আছে
আমরা অনার্য জাতি আমাদের জীবন চিহ্নে কোনো অলৌকিক গাঁথা নাই

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test