E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চলে গেলেন কবি উৎপলকুমার বসু

২০১৫ অক্টোবর ০৩ ১৬:৫৬:২৭
চলে গেলেন কবি উৎপলকুমার বসু

নিউজ ডেস্ক : ভারতীয়—বাংলা ভাষার শক্তিমান কবি উৎপলকুমার বসু আর নেই। শনিবার ভারতের পশ্চিমবঙ্গে ৭৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়।

ষাটের দশকে হাংরি আন্দোলনে সক্রিয় খ্যাতনামা এই কবি ১৯৬০ সাল পর্যন্ত কৃত্তিবাস গোষ্ঠীর কবি হিসেবে পরিচিত ছিলেন। ১৯৬১ সালে হাংরি আন্দোলনের সূত্রপাত ঘটতেই তাতে যোগ দেন, এবং কবিতা রচনার ধারায় বাঁকবদল ঘটান। হাংরি আন্দোলনের কারণে ১৯৬৪ সালে তাঁর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।

সেকারণে যোগমায়া দেবী কলেজের অধ্যাপনা থেকেও বরখাস্ত হন। ১৯৬৫ সালে উৎপল লন্ডনে চলে যান এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। লন্ডনেও তিনি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে বসবাসকালেই তিনি বিবাহ করেন এবং কবিতা লেখা থেকে সাময়িক বিরতি নেন।

দুই দশক পর কলকাতায় ফিরে উৎপলকুমার বসু পুনরায় কবিতা লিখতে শুরু করেন। সমসাময়িক, এমনকি তরুণতর কবিদের তুলনায়ও তাঁর কবিতা ছিল সম্পূর্ণ নূতন। নিরাসক্ত ও নির্লিপ্তভাবে বস্তুস্বভাবের যথাযথ বর্ণনা তাঁর কবিতার মুখ্য বৈশিষ্ট্য।

বস্তুর অভ্যন্তর সত্যের অভিমুখে কবিতাকে চালনা করেছেন উৎপল। তাঁর চারপাশে ছড়িয়ে থাকা জীবন প্রকৃতি কোনো রহস্যভূমি রচনা না করেই তাঁর কবিতে মেলে ধরে বর্তমান সমাজবাস্তবতা।

(ওএস/এএস/অক্টোবর ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test