E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোহন রায়হান এর কবিতা

২০১৫ অক্টোবর ০৯ ২৩:৫৮:০৯
মোহন রায়হান এর কবিতা






 

আমার যাওয়া হয়না


বহুদিন যাওয়া পড়েনি তোমার কাছে
তুমি নিশ্চয় খুব রেগে মেগে
আর কখনোই কথা বলবে না
এরকম প্রতিজ্ঞা নিয়ে বসে আছো
আমিও ভিতরে ভিতরে বাড়ি পলাতক বালকের মতো খুব ভীত
এতোদিন পর
কিভাবে দাঁড়াবো তোমার সামনে
কেউ কি এমন নিষ্ঠুর পাষাণ হয়
এতো টুকু খবর ও দিতে নেই
তীব্র অভিমানে বুঝি ফিরিয়ে নেবে মুখ
বাকরুদ্ধ কষ্টে
টলমল কচু পাতার চোখ
চুম্বকের মতো কাছে টেনে নিয়ে
গভীর আলিঙ্গনে বিরহের নীল সুতা কেটে
উড়াবো চির মিলনের ঘুড়ি
এ রকমস্বস্বপ্ন
কতোদিন বুকে জমা
তবুও আমার যাওয়া হয়নি তোমার কাছে
নিম ফুলের গন্ধ হয়তো ভরিয়ে তুলেছে তোমার চারিপাশ
চিরল পাতার ফাঁকেফাঁকে
খৈই এর মতো ফুটেছে
শুপারির বুটি বুটি ফুল
কৃষ্ণচূড়ার সবুজ পাতা পালক নাড়ছে হাওয়ায়
মেঘমেদুর জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে তোমার নির্জন বারান্দা
মনে পড়ে
মনে পড়ে
একবার এই রকম অপূর্ব জ্যোৎস্নায়
খোলা আকাশের নিচে
চাঁদ ও আকাশের মতো
আমরা ও মিশে গিয়েছিলাম সবুজ গভীর অরণ্যে
স্মৃতি অবিরত নদীর ভাঙনের মতো
হৃদয়ের গভীর ক্ষত থেকে
ছড়াই শুধু তোমারই হাহাকারের রক্ত
তবুও আমার যাওয়া হয় নি তোমার কাছে
তুমি আমার ইপ্সিত গন্তব্য
কিন্ত আমার চলার পথে পথে পাহাড় সমান হিংস্র বাধা
কতিপয় জল্লাদের অশরীরী মহাম্মদি বেগের প্রেতাত্মা
গুলিস্তানের মোড়ে বিশাল কামান
কচুক্ষেতের সামনে ভয়ঙ্কর ট্যাঙ্ক
রাস্তায় রাস্তায় মেশিন গান উচিয়ে
জলপাই রং কনভয়
বঙ্গোপসাগরে সপ্তম নৌ বহর
আকাশে উড়ছে বোমার বিমান
আমি কোন দিক দিয়ে তোমার কাছে যাবো
আমার পায়ে পায়ে বন্দুকের নল
পলাতক ছায়ার পিছনে গোয়েন্দার সার্চলাইট
আমার নাওয়া খাওয়া ঘুম বিশ্রাম আশ্রয়
এক অস্থির উত্তেজনায় সন্ত্রস্ত
তবুও সমস্ত সন্ত্রাসকে উপেক্ষা করে
প্রতিদিন পথে পথে মুহুর্মুহু মিছিলের ধ্বনি
সমস্ত সসস্ত্র প্রতিরোধ বোহ ভেদ করে বারুদের বিস্ফারণ
অজানা আতংকে কাঁপছে শহর বন্দর নগর
প্রতিদিন গ্রেফতার হচ্ছে কেউ না কেউ বিদ্রোহী
খুন হচ্ছে কেউ না কেউ বিপ্লবী
আমি তোমার কাছেই যেতে চাই
আহা, কতোদিন পান করিনি তোমার চুম্বন শুধা
কতোদিন মাথা রেখে ঘুমোইমি তোমার কেমল বুকে
কিন্তু এতো মৃত্যু
এতো রক্ত রেখে
আমার যাওয়া হয় না তোমার কাছে
যাওয়া হয়না।

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test