E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছায়ানটে নজরুল-উৎসব উদযাপন

২০১৪ মে ২৫ ২১:৫২:২৮
ছায়ানটে নজরুল-উৎসব উদযাপন

স্টাফ রিপোর্টার : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্ম জয়ন্তি উপলক্ষে ছায়ানট আয়োজন করেছে নজরুল-উৎসব ১৪২১।

২৪ ও ২৫ মে, শনি ও রবিবার ধানমণ্ডির ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই উৎসব।

অনুষ্ঠানে ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিলের স্বাগত বক্তব্যের পর ধন্যবাদ জ্ঞাপন করেন ছায়ানটের সহ-সভাপতি ডা. সারওয়ার আলী।

বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজ সালেকীন।
অনুষ্ঠানে পরিবেশিত হয় একক গান, সম্মেলক গান, সম্মেলক নৃত্য-গীত ও একক আবৃত্তি।

একক গান পরিবেশন করেন- খায়রুল আনাম শাকিল, অনিন্দিতা চৌধুরী, মানস কুমার দাশ, রোকসানা হোসেন মুন্নী, কল্পনা আনাম, সুমন চৌধুরী, জয়ন্তী লালা (চট্টগ্রাম), নাশিদ কামাল, লীনা তাপসী খান, ফেরদৌস আরা, দিদারুল করিম, লায়েকা বশির, তানভীর আহমেদ, প্রিয়াংকা গোপ, শুক্লা পাল সেতু, লতিফুন জুলিও, সঞ্জয় কবিরাজ, বিপাশা গুহঠাকুরতা, রেজওয়ানুল হক, মহুয়া মঞ্জরী সুনন্দা, শাহীন সামাদ, সলোক হোসেন (রাজশাহী), ইয়াকুব আলী খান, মাহমুদুল হাসান, নাহিয়ান দুরদানা শুচি,বিজনচন্দ্র মিস্ত্রী, শ্যামল কৃষ্ণ সরকার (সাতক্ষীরা), মইদুল ইসলাম।

একক আবৃত্তি পরিবেশন করেন মাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে যন্ত্রানুষঙ্গে ছিলেন- তবলা-এনামুল হক ওমর, ইফতেখার আলম ডলার, স্বরূপ হেসেন, কি-বোর্ড ইফতেখার হোসেন সোহেল, বেহালা- আলমাস আলী; মন্দিরা-প্রদীপ কুমার রায়।

(ওএস/এস/মে ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test