E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ কথাসাহিত্যিক সালাম সালেহ উদ্দীনের জন্মদিন

২০১৫ নভেম্বর ০১ ২৩:৩১:১৯
আজ কথাসাহিত্যিক সালাম সালেহ উদ্দীনের জন্মদিন

নিউজ ডেস্ক :আজ কথাসাহিত্যিক ও সাংবাদিক সালাম সালেহ উদদীনের ৫০তম জন্মবার্ষিকী। ১৯৬৫ সালের ২ নভেম্বর ঢাকা জেলার দোহারে তিনি জন্ম গ্রহন করেন।  ঢাকা কলেজ থেকে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ভাষা ও সাহিত্যে অনার্সসহ মাস্টার্স করেন।

আশির দশকের শেষ দিকে সাপ্তাহিক মূলধারার মাধ্যমে সাংবাদিকতা পেশায় যোগ দেন তিনি। তারপর দৈনিক আজকের কাগজের সম্পাদকীয় বিভাগের প্রধান একই সাথে সাহিত্য সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।

২০০৮ সালে পত্রিকাটি বন্ধ হয়ে গেলে ওই বছর থেকেই দৈনিক যায়যায়দিনের সম্পাদকীয় বিভাগের প্রধান ও সাহিত্য সম্পাদক হিসাবে যোগ দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন ।

সালাম সালেহ উদ্দীন বহুমাত্রিক লেখক হলেও মূলত: তিনি কথাসাহিত্যিক । গল্প, উপন্যাস, প্রবন্ধ, কলাম, শিশুতোষসহ এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ ৪০।

অদূরবর্তী কেউ, প্রার্থনার দুই পর্ব, শীতে ও অন্ধকারে আমরা, এভাবেই রাত এভাবেই দিন, নারী ও ছায়াবৃক্ষ। উপন্যাস- ছায়াশরীর, জন্মদৌঁড়, নারীর বিপরীতে এক জীবন, নগরবালা, পাখির জীবনে ফেরা। আত্মজৈবনিক উপন্যাস- ঝরা পাতার জীবন (প্রথম ও দ্বিতীয় খ-)- বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, ব্যক্তি ও সাহিত্য, নারী স্বাধীনতা নারীর অধীনতা, সংগ্রাম আর সংকটের দিনলিপি। বাণী- প্রবচন- অমৃতকথা, ১০০০ অমৃত কথা উল্লেখযোগ্য গ্রন্থ ।

শিল্প সাহিত্যের কাগজ ত্রৈমাসিক অরুন্ধতী ২৭ বছর ধরে সম্পাদনা করে আসছেন। এছাড়াও অরুণিমা ও শেষদশক নামে আরো দুটি পত্রিকা সম্পাদনা করেছেন। পুরস্কার হিসেবে পেয়েছেন গুণীজন পদক-২০০০, কবি কাদের নওয়াজ স্বর্ণপদক-২০০৩ এবং মার্চ সম্মাননা ২০১২।

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test