E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কানিজ ফাতেমা খুশীর তিনটি কবিতা

২০১৫ নভেম্বর ১০ ১১:৫২:০৪
কানিজ ফাতেমা খুশীর তিনটি কবিতা






 

হতে পারলে না, তুমি আমার

হতে পারলে না তুমি আমার খোলা আকাশ
লতানো ডালের আবেশী কোনো আমেজ
চোখ জুড়ানো মন মাতানো আনন্দের কোনো অভিলাস
ক্লান্ত বিরহী প্রহরের মিষ্টান্ন কোনো স্বাদ
আবিরের প্রশান্ত মাখা শান্তির কোনো কপোত ৷

হতে পারলে না তুমি আমার খোলা বাতাস
গোধূলির আবছা আলোর মোলায়েম কোমলতা
রিনিঝিনি কাকনের টুংটাং শব্দের মায়ার মাধবীলতা
রঙচটা দেয়ালের কালশিটে দাগের স্পর্শরেখা
আদরের মূল্যবান মাধুর্যময় কালজয়ী কোনো চুম্বন ৷

হতে পারলে না তুমি আমার কোনো শিহরিত ক্ষণ
হৃদয়ের বলিষ্ঠ কোনো ভূমিকা
আরশিতে দাঁড়ানো মায়ার কোনো স্নিগ্ধতা
স্পন্দনের এক বাক্যে এক মুঠো ভর্তি আহলাদ
ভালোবাসার হৃদয় কানায় কানায় ভরানো
অভিজাত কোনো সকাল সন্ধ্যা রাত্রি ৷

হতে পারলে না তুমি আমার কষ্টের শিলালিপিতে লেখা
ললাট খণ্ডনের আবিষ্কারক আদৌ কোনো মুক্তো জলধারা
পরিচ্ছন্ন উঠোনের একটি মাত্র কেন্দ্রবিন্দুও
আমি জলের সাথে বাতাসের সাথে আকাশের সাথে
প্রতিনিয়ত যুদ্ধ করেছি একটি উম্মুক্ত উদ্যানের
মেলেনি কোনদিন কোনো সকাল কোনো বিকেল কোনো রাত
আজও আছি তেমনি কষ্টের নীলজলে ডুবে
থাকবো কি আজীবন তেমনি করেই ডুবে অথৈ জলে?

প্রশ্ন

ছন্দের কারণে চাইনি সুর
অবেলায় আমি আজ গেছি বহুদূর ৷
চোখের পলকে নিবিড় ভ্রমণে
দিয়েছি পাড়ি
কত অজানা পথ-ঘাট-প্রান্তর
বলেছি কথা জোসনার সাথে
নিবিড় কথনে ৷

কতো কথা বলতে গিয়ে
থেমে গিয়েছি অজানা কারণে
নদীর কাছে প্রশ্ন করেছি কতবার
কলকল ছলছল শব্দে, সে সব
সময়ই থেকেছে ব্যস্ত,
নিশ্বাস নেবার যেন সময় নেই তার ৷

পাখির কাছে জানতে চেয়েছি কতবার
কিচিরমিচির শব্দ রেখে,
উড়ে গিয়েছে চলে বারংবার ৷

পাহাড়ের কাছে প্রশ্ন করেছি যতবার
আমার কথা আমাকেই আবার
দিয়েছে ফিরিয়ে,
সবুজের শীতল পরশ বুলিয়ে ততবার ৷


স্বাধীনতা তুমি

দেহের ভেতর মনের জায়গা -
খুব ছোট্ট পরিসরে;
তার ভেতরই বিশাল জায়গা
ধরণী সমতলে।
ভালো যদি বাসতেই চাও স্বাধীনতা তুমি
বাসো তবে বাসো -
দেশ মাতৃকারেই বাসো ...

পল্লীগাঁয়ের আনাচে-কানাচে বন-জঙ্গলে ভরা,
ছায়ায় বসে রাখালমিয়া বাজায় দেখো বাঁশি;
আসো যদি দেখবে তুমি মিষ্টি-মধুর ছোঁয়া
প্রাণ জুড়ালে বলবেই তুমি -
এ দেশ আমার ভালোবাসায় সেরা ...

লক্ষ মনের লক্ষ আশা -
জপে হরদম সকলে।
সকাল-বিকেল রাত্রিশেষে,
দাঁড়ায় এসে দাঁড়ি-পাল্লার ওজনে;
বেশি-কমের হিসেব তোমার দিতেই হবে
রেখো তুমি তা স্মরণে ...

পাখির ডাকে হৃদয় নড়ে -
সবুজ পাতা সদা হাসে;
তাল-তমালের দৃষ্টি নাচে,
উড়নচন্ডীর দৃশ্য দেখে।
খুঁজে যদি পাওই তুমি -
একটি মনে দুটি দেহের ঠিকানা;
কুড়িয়ে তুমি নিও তখন,
পরমার অতি প্রিয় অন্তরা ...

মিলে যাবে নিজের দেহ অবনত মনে,
মনের মানুষ মিলবেই হেথা -
মন চিনিলে পরে।
ভালো যদি বাসতেই চাও স্বাধীনতা তুমি
বাসো তবে বাসো -
দেশ মাতৃকারেই বাসো ...



পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test